এক পা নিয়েই বিশ্ব চ্যাম্পিয়ন, প্যারা ব্যাডমিন্টন অ্যাথলেট মানসী জোশীর এক অনুপ্রেরণীয় কাহিনি

বাংলা হান্ট ডেস্ক : কোউন বনেগা কোটিপতি- এক জনপ্রিয় রিয়েলিটি শো৷ 11 অক্টবর তারিখে আন্তর্জাতিক ডে অফ গার্ড চাইল্ড দিবস উপলক্ষে এই রিয়েলিটি শোতে হাজির হয়েছিলেন বেশ কিছু বিশেষ ব্যক্তি, প্যারা ব্যাডমিন্টন অ্যাথলিট মানুষ জোশী এবং প্যারা অলিম্পিকে পদকপ্রাপ্ত দীপা মালিক সেদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ যদিও এই দিনটি শুধুমাত্র ইন্টারন্যাশনাল ডে অফ গার্ড চাইল্ড দিবস হিসেবেই পরিচিত নয় ভারতবাসীর কাছে এই দিনটির আরও একটি বিশেষ গুরুত্ব আছে আর তা হল এ দিন বিগ বি অমিতাভ বচ্চনের জন্মদিন৷mansi 1280x720

এদিনের রিয়েলিটি শোতে উপস্থিত হয়ে প্যারা ব্যাডমিন্টন অ্যাথলিট মানসী জোশী নিজের জীবনের কঠিন সংগ্রাম ও লড়াই তার পর সাফল্যের শিখরে পৌঁছে যাওয়ার এক কঠিন গল্প সকলের প্রকাশ্যে এনেছেন৷ মাত্র এক মাস আগেই তিনি প্যারা ব্যাডমিন্টন এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন৷ যেহেতু পি ভি সিন্ধুর বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার আগের দিন মানুসী জোশী বিশ্ব রেকর্ড গড়েছিলেন তাই বিষয়টি ততটা প্রকাশ্যে আসেনি তবে তিনি সফল৷

এক কথায় তাঁর জীবন কাহিনি বলিউডের সিনেমাকেও হার মানাবে৷ মাত্র ছয় বছর বয়স থেকেই তিনি খেলা শুরু করেছিলেন কিন্তু এটাই তাঁর জীবনের প্রথম স্বর্ণপদক৷ 2011 সালের একটি ঘটনার ফলে তাঁর বাঁ পা ভেঙে গিয়েছিল,এবং তাঁর বাঁ পা কেটে বাদ দিয়ে দিতে হয়, যদিও একটি পা না থাকার জন্য তিনি কখনোই হতাশ হননি,বরং সাফল্যের শিখরে পৌঁছে যাওয়ার জন্য অন্য লড়াই শুরু করেন৷ একটি কৃত্রিম পায়ের মধ্য দিয়েই তিনি আবারও খেলা শুরু করেন৷

2014 সালে প্রথম জাতীয় স্তরে খেলার সুযোগ পান এবং প্রথম বারেই তাঁর ঝুলিতে ওঠে রুপোর পদক৷ এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে 2015 সালে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক পান৷ এর চার বছর পর চলতি বছরেই তিনি সোনা জিতেছেন৷ সত্যিই তাঁর অদম্য লড়াইয়ের কাহিনি শতাব্দীর পর শতাব্দী ক্রীড়া জগতের ব্যক্তিত্বদের কাছে এক বিশেষ অনুপ্রেরণীয় গল্প হয়ে থাকবে৷

সম্পর্কিত খবর