খাসির মাংসের বদলে খেতে হল মুখ ঝামটা! রান্নার গ‍্যাসের দাম বৃদ্ধি নিয়ে টুইটে তোপ দাগলেন পরমব্রত

বাংলাহান্ট ডেস্ক: অব‍্যাহত রয়েছে রান্নার গ‍্যাসের (LPG) দামের উর্দ্ধগতি। পেট্রোপণ‍্যের পাশাপাশি রান্নার গ‍্যাসের মূল‍্যবৃদ্ধি নিয়ে নাজেহাল সাধারণ মানুষ থেকে তারকারাও। হাজারের কাছাকাছি দাম ছুঁতে চলেছে রান্নার গ‍্যাসেরও। এর আগে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী তোপ দেগেছিলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। এবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ‍্যায় (parambrata chatterjee)।

কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি কটাক্ষ না করে বেশ মজার সুরেই টুইট করেন পরম। তিনি লেখেন, ‘বিশুদ্ধ বাংলা মতে রবিবার খাসির মাংস খাবার সাধ হয়েছিল , কিন্তু বাড়িতে বলতে মুখ ঝামটা খেতে হলো “মাংস সেদ্ধ হতে যে বাড়তি গ্যাস টা পুড়বে সেটা কোথা থেকে আসবে ? গ্যাস এর দাম বেড়ে কোথায় গ্যাছে জানো ?” শুনে পনির এর মতো ম্লান হয়ে গেলাম ! ‘

download 22
সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লেখেন, ‘#জালাময়জ্বালানি’। ঘনিষ্ঠ মহলে বামমনস্ক হিসাবেই পরিচিত পরমব্রত। তাই কেন্দ্রের গেরুয়া শিবিরের উদ্দেশেই যে পরোক্ষে আক্রমণ শানিয়েছেন তিনি তা সকলেই দিব‍্যি বুঝতে পেরেছেন। পরমের অনুরাগীরাও সমর্থন জানিয়েছেন তাঁর বক্তব‍্যকে।

কিছুদিন আগেই টুইটে রান্নার গ‍্যাসের লাগাতার দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মিমি চক্রবর্তী। তীব্র কটাক্ষ করে তৃণমূলের সাংসদ অভিনেত্রী প্রশ্ন ছুঁড়ে দেন, ‘আপনার প্রতিশ্রুতির কি হল? ভারত কি নিজের রক্ত বিক্রি করে আত্মনির্ভর হবে?’

চার দফায় ২২৫ টাকা দাম বেড়েছে রান্নার গ‍্যাসের। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম এখন ৮৪৫.৫০ টাকা। রান্নার গ‍্যাসের লাগাতার দাম বৃদ্ধি হওয়ায় মাথায় হাত মধ‍্যবিত্তের। হেভিওয়েট নায়িকা হলেও এই ক্রমাগত মূল‍্যবৃদ্ধিতে ক্ষুব্ধ মিমিও। টুইটে তিনি জানান তাঁর বাড়িতে LPG গ‍্যাসের সিলিন্ডার দিতে আসেন রান্নার গ‍্যাস সরবরাহকারীরা। দাম শুনে অজ্ঞান হওয়ার জোগাড় হয় তাঁর।

বাদ নেই পেট্রোল ডিজেলও। রান্নার গ‍্যাসের সঙ্গে পাল্লা দিয়ে দাম চড়ছে পেট্রোপণ‍্যের‌। পেট্রোপণ‍্যের লাগাতার মূল‍্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ জমা হচ্ছে গোটা দেশে। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলিকে। কেন্দ্রকে তোপ দাগতে ছাড়ছেন না তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ও।

কিছুদিন আগেই পেট্রোপণ‍্যের অত‍্যধিক মূল‍্যবৃদ্ধির প্রতিবাদে মেয়র ফিরহাদ হাকিমের ইলেকট্রিক স্কুটারে চড়ে নিজের বাড়ি থেকে নবান্নে যান মুখ‍্যমন্ত্রী। অভিনব প্রতিবাদের মাধ‍্যমে মোদী সরকারের উদ্দেশে তোপ দাগেন তিনি। তাঁর কথায়, যে ভাবে রান্নার গ‍্যাসের দাম বাড়ছে তা মধ‍্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে এবার। সাধারণ মানুষ এবার খাবে কি? মোদী সরকারকে এর জবাব দিতে হবে বলে মন্তব‍্য করেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর