কাজের থেকে দামী গাড়ি দেখাতে ব্যস্ত, বিতর্কের মাঝেই নতুন অভিনেতাদের খোঁচা পরেশের

বাংলাহান্ট ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে বদল আসছে বলিউডে। আগেকার খানদের জমানা যেতে বসেছে। তাদের জায়গায় উঠে আসছেন নতুন প্রজন্মের তারকারা। ‘সুপারস্টার’ তকমা প্রায় হারাতেই বসেছে ইন্ডাস্ট্রি। তার উপর আবার এইসব তরুণ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে অভিযোগের অন্ত নেই পুরনোদের। বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল (Paresh Rawal) সম্প্রতি কটাক্ষ শানিয়েছেন নতুনদের।

তাঁর মতে, কিছু কিছু অভিনেতাদের রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। অতীতে রাজারাজড়ারাও এমনটা করতেন। এতে জীবনযাত্রার ধরণ নিয়ে চিন্তা করতে হয় না অভিনেতাদের। শুধু শিল্পের দিকে, নিজের কেরিয়ারের দিকে মনোযোগ দিতে পারেন তারা। এ প্রসঙ্গে প্রয়াত অভিনেতা ইরফান খানের প্রসঙ্গও উত্থাপন করেন পরেশ।

Paresh rawal
এরপরেই নতুন প্রজন্মের কয়েকজন অভিনেতাদের উদ্দেশে তোপ দাগেন পরেশ। কারোর নাম না করেই তিনি বলেন, ‘কিছু কিছু অভিনেতাদের কাছে তাদের কাজের থেকে বিলাসবহুল গাড়িটাই স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে। বিএমডব্লিউ থেকে নামো বা রিকশা থেকে, সেটা তোমাকে অভিনেতা হিসাবে ছোট করে দেয় না। যাদের প্রতিভা কম তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ।’

তরুণ অভিনেতাদের উদ্দেশে তাঁর পরামর্শ, বহুমূল্য গাড়ি তারা কিনতেই পারেন, তবে যদি সেটা সাধ্যে কুলোয় তবেই। ইএমআই এর বোঝা ঘাড়ে চাপিয়ে গাড়ি না কেনাই ভাল। কারণ মা লক্ষ্মী আর মা সরস্বতীর মধ্যে দ্বন্দ্ব লাগবে তবে।

সম্প্রতি আরো একটি কারণে বিতর্কে জড়িয়েছেন পরেশ। সম্প্রতি গুজরাটে বিজেপির প্রচার সভায় উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘দিল্লির মতো রোহিঙ্গা আর বাংলাদেশিরা আপনার আশেপাশে থাকতে শুরু করলে কী করবেন? গ‍্যাস সিলিন্ডার দিয়ে কি করবেন? বাঙালিদের জন‍্য মাছ রান্না করবেন?’

বিতর্ক আকাশ ছুঁতেই তড়িঘড়ি ক্ষমা চান পরেশ। একটি টুইটে তিনি লেখেন, ‘মাছ কোনো ইস‍্যু নয়। গুজরাটিরাও মাছ রান্না করে এবং খায়। কিন্তু বাঙালি বলতে আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বোঝাতে চেয়েছি। কিন্তু তাও আমি যদি কারোর ভাবাবেগ এবং অনুভূতিতে আঘাত করে থাকি, ক্ষমা প্রার্থনা করছি।’

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর