‘মানবিক উদ্যোগ সম্পর্কে উনিই একমাত্র কুরুচিকর মন্তব্য করতে পারেন’, দিলীপকে আক্রমণ পার্থর

বাংলাহান্ট ডেস্কঃ মাত্র ৫ টাকায় মিলবে ভাত-ডিম-সবজি। মুখ্যমন্ত্রীর ‘মা ক্যান্টিন’ প্রকল্পকে আক্রমণ করায় দিলীপ ঘোষকে (dilip ghosh) তুলোধোনা করলেন পার্থ চ্যাটার্জি (Partha Chatterjee)। ভোটের মুখে দরিদ্র মানুষদের খাবারের কথা চিন্তা ভাবনা করে ভার্চুয়ালি ভাবে ‘মা কিচেন’-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

   

কলকাতার বরো অফিসগুলিতে পাওয়া যাবে এই ৫ টাকার খাবার। প্রতিটি বরোতে প্রায় ৫০০ জন করে খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে। ৫ টাকায় ভরপেট্টা খাবারের এই ব্যবস্থা পরবর্তীতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে।

dilip ghosh,পার্থ চ্যাটার্জি,Partha Chatterjee

রাজ্য সরকারের এই প্রকল্পকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘১৯৭০-৭২ সালে বাংলার মানুষের কাছে কোন খাবার ছিল না, তখন লঙ্গর চলত। আজকের দিনে বাংলার মানুষেরও সেই হাল। তাই এখন মুখ্যমন্ত্রীকে ৫ টাকা দিয়ে মা ক্যান্টিন খুলতে হয়েছে। দিদিমণিই বাংলার মানুষকে ভিখারি বানিয়ে রেখেছেন এবং তিনি প্রশাসক হিসাবে একজন সম্পূর্ণ ব্যর্থ’।

দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। দিলীপ ঘোষকে আক্রমণ করে তিনি বলেন, ‘প্রকল্পের নাম ‘মা’, এবং এই উদ্যোগ মানুষের জন্য ন্যূনতম মূল্যে পেট ভরা খাবার সুনিশ্চিত করছে। একটি মানবিক উদ্যোগকে কুরুচিকর আক্রমণ করতে বোধহয় একমাত্র বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষই পারেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর