“মাধ্যমিক পরীক্ষা পরিকল্পনা করে ব্যাহত করার চেষ্টা করছে কিছু লোক” ঃপার্থ চট্টোপাধ্যায়

মাধ্যমিক পরীক্ষা নিয়ে রাজ্যে অশান্তির শেষ নেই । কারন দফায় দফায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশ্নপত্র ফাস হওয়ার পর থেকেই  শিক্ষামন্ত্রী উদবিগ্ন। পাশাপাশি এই নিয়ে চিন্তায় রয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা।  মাধ্যমিক পরীক্ষায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে বেশ কয়েকজন , বৃহস্পতিবার এহেন অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান ,”মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে না হয়, সে জন্য পরিকল্পনা করে ব্যাহত করার চেষ্টা করছে কিছু লোক।” তার নমুনা পাওয়া গেছে ফেসবুকেই । বিভিন্ন জায়গায় টুকলি করার বিষয় নিয়ে শুরু হয়েছে নানা সমস্যা।

এদিন শিক্ষামন্ত্রী বলেন,”মাধ্যমিক চলাকালীন অশান্তি তৈরির চেষ্টা চলছে। গত দুদিনে কোথাও কোথাও দেখা গিয়েছে, প্রশ্নপত্রকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্ত তৈরি করা হচ্ছে। সবটাই উদ্দেশ্যপ্রণোদিত।”২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষার সব প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল।partha chatterjeeএবছর যাতে সেই ঘটনা দ্বিতীয়বার না ঘটে, সেজন্য সরকারী তরফ থেকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছিল। পরীক্ষার দিন অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। বিভিন্ন জেলায় ৪২ টি ব্লকে এদিন বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা। তার পরও পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় নিরাপত্তার দিকে অঙ্গুলি নির্দেশ করছেন অনেকেই।

রাজ্যে এই নিয়ে এখনও পর্যন্ত মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ভুয়ো রোল নম্বর নিয়ে পরীক্ষায় বসছে, এমন ছাত্রদেরও ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।আবার অন্অযদিকে ডিজিটাল মাধ্ভিযমে যারা টুকলি করবে তাদের তথ্যপ্রযুক্তি আইনের বিধি মেনে শাস্তি দেওয়া হবে।

সম্পর্কিত খবর