পরপর তিনবার তলব এড়িয়ে অবশেষে CGO কমপ্লেক্সে পার্থর জামাই! বিস্ফোরক তথ্য মেলার আশায় ED

বাংলা হান্ট ডেস্কঃ পরপর তিনবার তলব করা সত্ত্বেও এড়িয়ে যান হাজিরা। তবে অবশেষে এদিন ইডি (Enforcement Directorate) দফতরে হাজিরা দিতে আসলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামাই কল্যাণময় ভট্টাচার্য (Kalyanmoy Bhattacharya)।

উল্লেখ্য, সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে। এক্ষেত্রে অর্পিতার ফ্ল্যাট থেকে ৫০ কোটি নগদ অর্থ এবং একাধিক সোনা গয়না মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ।

শুধু তাই নয়, পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে তদন্তের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ নথি আসে তদন্তকারী সংস্থার হাতে। এক্ষেত্রে অন্যান্য বহু নেতা-মন্ত্রী এবং আধিকারিকরা জড়িত রয়েছে বলে দাবি করে ইডি। এরপরই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নজরে আসেন পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনী ভট্টাচার্য এবং জামাই কল্যাণময় ভট্টাচার্য। দুর্নীতি মামলায় জড়িত থাকার সন্দেহে পার্থের জামাইকে পরপর তিনবার তলব করা হয় ইডির পক্ষ থেকে। তবে প্রত্যেকবারই হাজিরা এড়ান তিনি।

তবে এদিন সিজিও কমপ্লেক্সে ইডি জিজ্ঞাসাবাদের মুখে অবশেষে হাজির হলেন কল্যাণময় ভট্টাচার্য। কি অভিযোগ রয়েছে কল্যানময়ের বিরুদ্ধে? পার্থ এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসার পাশাপাশি পিংলার একটি স্কুল নজরে আসে ইডির; যেখানে চেয়ারম্যান পদে নিযুক্ত রয়েছেন পার্থ জামাই। একইসঙ্গে তাঁর বেশ কয়েকটি কোম্পানির খোঁজ পায় ইডি আর সেই সকল প্রসঙ্গে বিস্তারিত জানতে কল্যাণময়কে তলব করে ইডি।

all india trinamool congress,enforcement Directorate,cgo complex,kolkata,partha chatterjee,kalyanmoy bhattacharya,ssc case

উল্লেখ্য, বর্তমানে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও অশোক সাহা, সুবীরেশ ভট্টাচার্যের মতো একাধিক শিক্ষা অধিকারিক হেফাজতে রয়েছেন। পাশাপাশি এদিন কল্যাণময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নয়া কোন তথ্য সামনে উঠে আসবে, সে দিকে তাকিয়ে সকলে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর