CBI তৎপরতার মাঝে প্রথমবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়, দিলেন বড় বার্তা

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি কেলেঙ্কারি মামলার তদন্তের জন্য গত বুধবার নিজাম প্যালেসের সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন প্রাক্তন শিক্ষা মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। এর মাঝেই জল্পনা ছড়িয়ে পড়ে যে, উপদেষ্টা কমিটির সঙ্গে পার্থর বয়ান না মিললে তাঁকে পুনরায় একবার তলব করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই আশঙ্কা মাঝেই এদিন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তৃণমূল নেতা। তবে হাইকোর্ট থেকেও  খালি হাতে ফিরতে হয় তাঁকে। এই জটিল পরিস্থিতিতে শেষ পর্যন্ত এদিন ফেসবুক পোস্ট করে নিজের প্রতিক্রিয়া জানালেন পার্থ চট্টোপাধ্যায়।

তৃণমূলের সকল কর্মী এবং সমর্থকদের উদ্দেশ্য করে একটি ফেসবুক পোস্ট করেন পার্থ, যেখানে তিনি লেখেন, “অতি উৎসাহিত হয়ে কেউ কেউ ফেসবুকে হোক প্রতিবাদ নাম করে পোস্ট করছেন। অবিলম্বে এই ধরনের পোস্ট গুলো সরিয়ে ফেলুন। মা মাটি মানুষ সরকারের উন্নয়নের 11 বছরের সমর্থনে মিছিল কিন্তু অন্য কোন বিষয় যেন না আসে। আমি সংশ্লিষ্ট সমস্ত কর্মীদের কাছে সেই আবেদন জানালাম।”

Screenshot 2022 05 20 at 7.47.04 PM

উল্লেখ্য, সিবিআই দ্বারা পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম সমন পাঠানোর খবর সামনে আসতেই হোক প্রতিবাদ লিখে নিজেদের ক্ষোভ জাহির করতে থাকে তৃনমূলের কর্মী-সমর্থকরা। একপ্রকার প্রতিবাদের ঝড় উঠে যায় গোটা সোশাল মিডিয়া জুড়ে। তবে এই ধরনের প্রতিবাদ বৃদ্ধি পেলে সেটি তৃণমূল নেতার জন্যই ক্ষতিকারক হবে বলে মত বিশেষজ্ঞদের আর সেই কারণেই তিনি এহেন ফেসবুকে পোস্ট করলেন বলে মনে করা হচ্ছে।

কিছুটা অতীতে যদি ফিরে যাওয়া যায় তবে দেখা যাবে যে, সিবিআই তদন্তের মুখে মদন মিত্রকে নিয়েও একই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যখন তৃনমূলের কর্মী-সমর্থকরা তাঁর সমর্থনে পথে নামে এবং এর পরে তাদের সেই কাণ্ড মদন মিত্রকে আরো বেশি সমস্যায় ফেলে দেয়। ফলে অতীত থেকে সেই শিক্ষা নিয়েই পার্থ তাঁর সকল কর্মী সমর্থকদের সংযত করার নির্দেশ দিলেন এদিন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর