সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ভারতের অন্যতম সেরা এই উইকেটকিপার

বাংলা হান্ট ডেস্কঃ সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ভারতের অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটসম্যান পার্থিব পাটেল (Parthiv patel)। মাত্র 17 বছর বয়সে ভারতীয় দলে অভিষেক ঘটে পার্থিব প্যাটেলের। 2002 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে পার্থিব পাটেলের।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন পার্থিব প্যাটেল। ব্যাট হাতে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি কিন্তু ভারতীয় দলে পাকাপাকিভাবে নিজের জায়গা করতে ব্যর্থ হন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

2002 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের মধ্য দিয়ে ভারতীয় জাতীয় দলে অভিষেক ঘটে পার্থিব প্যাটেলের। পার্থিব প্যাটেল জাতীয় দলের জার্সি গায়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় 2003 সালে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে 2003 বিশ্বকাপে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মত দলে খেলেছেন তিনি। আজ টুইটারে নিজের অবসরের কথা জানান তিনি। টুইট করে পার্থিব জানিয়েছেন, “সমস্ত ধরনের ক্রিকেট থেকে আমি অবসর নিলাম।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর