পুজোর ক’টা দিনে উঠুক ছবির ঝড়! অংশগ্রহণ করুন বাংলা হান্ট-এর সেলফি কনটেস্টে, মিলবে দুর্দান্ত উপহার

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে মা এলেন মর্তধামে। এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের সবাই মেতে উঠেছেন বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। পুজোর (Durga Puja) এই সময়টাতে সকলেই কাটান গভীর আনন্দে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া থেকে শুরু করে দেদার প্যান্ডেল হপিং এবং সাথে জমিয়ে খাওয়া-দাওয়া সবকিছুই চলতে থাকে পুরোদমে।

দুর্গাপুজোয় (Durga Puja) উঠুক ছবির ঝড়:

তবে, এই সব কিছুর মাঝেই উঠতে থাকে প্রচুর ছবিও। যেগুলি স্মৃতি হয়ে থেকে যায় আজীবন। পছন্দের প্যান্ডেল থেকে শুরু করে বন্ধু-বান্ধবদের সাথে হই-হুল্লোড়, প্রতিটি মুহূর্তই ছবিবন্দী হয়ে মনের মণিকোঠায় থেকে যায়। এমতাবস্থায়, বাংলা হান্ট আপনাদের জন্য নিয়ে এলো দুর্দান্ত সুযোগ।

Participate in Bangla Hunt's Selfie Contest on Durga Puja.

যেখানে উৎসবের এই মরশুমে পুজোর (Durga Puja) আবহে আপনার তোলা সেলফি হয়ে যেতে পারে সবার সেরা। হ্যাঁ, ঠিক শুনেছেন। পাঠকদের জন্য বাংলা হান্ট নিয়ে এসেছে সেলফি কনটেস্ট। সপ্তমী থেকে শুরু করে একদম দশমী পর্যন্ত পুজোর প্রত্যেকটি দিন আপনার তোলা সেলফি পাঠাতে পারেন আমাদের কাছে।

আরও পড়ুন: এবার এই রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ, মিলবে দুর্দান্ত বেতন, এভাবে করুন আবেদন

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল বাংলা হান্ট-এর সেলফি কনটেস্টে অংশগ্রহণের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন আকর্ষণীয় উপহার এবং গিফট ভাউচার। এই সেলফি কনটেস্টে অংশগ্রহণ করতে এবং আকর্ষণীয় উপহার জিতে নিতে পুজোর (Durga Puja) এই ক’টা দিন কোথায়, কার সাথে, কোন সাজে ঘুরলেন সেই সেলফি পাঠিয়ে দিন ৮৯৬১৪১২৪৪৪ এই নম্বরে। অথবা মেইল করতে পারেন banglahunt@gmail.com-এ।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর