যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল ইরানে, মৃত ১৮০

বাংলা হান্ট ডেস্কঃ ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হল ১৮০ জনের। বুধবার সকালে ইরানের তেহরানের কাছে ভেঙে পড়ল বোয়িং-৭৩৭ বিমানটি । ওই বিমানে ১৭০ জন যাত্রী ও বিমানচালক সহ ১০ জন বিমানকর্মী ছিলেন।

pppppp

ইউক্রেনের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ বিমানটি ইমাম খোমেইনি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে সেটি।  দ্রুত ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কোনও কিছুর সঙ্গে ধাক্কা লেগে নাকি যান্ত্রিক গোলযোগের কারণে এই বিপর্যয়, তা এখনও স্পষ্ট নয় ।

ইরানের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান পিরোসিন কৌলিভান্দ জানিয়েছেন, বিমানটি ভেঙে পড়ায় পরই আগুন লেগে যায় বিমানটিতে । ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল । আশঙ্কা করা হচ্ছে বিমানের সব যাত্রীর মৃত্যু হয়েছে,  কেউ বেঁচে রয়েছে কিনা তার তদন্ত করা হচ্ছে । দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে একটি তদন্তকারী দলও । প্রাথমিকভাবে, অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়তে হল বিমানটিকে । যদিও ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের পক্ষ থেকে এই ঘটনার কারণ হিসাবে কোনও মন্তব্যই করা হয়নি ।

ইউক্রেনের বিদেশমন্ত্রী জানিয়েছেন, ১৭০ জন যাত্রীর মধ্যে ৮২ জন ইরানি, ৬৩ জন কানাডিয়ান এবং ১১ জন ইউক্রেনের বাসিন্দা ছিলেন । এছাড়া আরও কয়েকজন ছিলেন যাঁরা কেউ জার্মানি, কেউ আফগানিস্তান আবার সুইডেন, ব্রিটেনের বাসিন্দাও ছিলেন ওই বিমানে । প্রসঙ্গত, এত বড় দুর্ঘটনার কারণে ইউক্রেনের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ওম্যানের বাকি সফর বাতিল করে ফিরছেন তিনি শীঘ্রই ।

সম্পর্কিত খবর