মৌলানা সাদ-এর ঘনিষ্ঠদের পাসপোর্ট বাজেয়াপ্ত করল দিল্লী পুলিশ! খুব শীঘ্রই দাখিল হবে চার্জশিট

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী পুলিশের (Delhi Police) ক্রাইম ব্রাঞ্চ বিদেশী জামাতিদের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিলো। খুব শীঘ্রই জামাতিদের বিরুদ্ধে পুলিশ দ্বারা চার্জশিট দাখিল হবে। পুলিশ সমস্ত জামাতিদের জিজ্ঞাসাবাদ চালিয়েছে। এর সাথে সাথে বিদেশী জামাতিদের কোয়ারেন্টাইনের সময়ও পূর্ণ হয়েছে।

আরেকদিকে পুলিশ মৌলানা সাদ (moulana saad) এর কয়েকজন ঘনিষ্ঠদের পাসপোর্ট সমেত সমস্ত কাগজপত্র বাজেয়াপ্ত করেছে। ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের অনুযায়ী, নিজামুদ্দিনের তাবলীগ মরকজে অংশ নেওয়া সমস্ত ৯১৬ বিদেশী জামাতিদের জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে। অনেকেই জানিয়েছে যে তাঁরা মৌলানা সাদের কথামত ২০ মার্চের পরেও মরকজে ছিল। দিল্লী পুলিশ সমস্ত বিদেশী জামাতিদের ৪১ সিআরপিসি নোটিশ দিয়েছে। পুলিশ আধিকারিকরা জানান, বিদেশী জামাতিদের বিরুদ্ধে খুব শীঘ্রই চার্জশিট দাখিল হবে।

আরেকদিকে দিল্লী পুলিশের সুত্র থেকে জানা যায় যে, ক্রাইম ব্রাঞ্চ মৌলানা সাদ এর ঘনিষ্ঠ মোহম্মদ সাইদ সমেত কয়েকজনের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে। পুলিশের আশঙ্কা হল, মোহম্মদ সাইদ যেকোন মুহূর্তে দেশ ছেড়ে পালাতে পারে।

যদিও মৌলানা সাদ এর আইনজিবি শাহিদ আলী জানান, মৌলানার কোন কাগজপত্র বাজেয়াপ্ত করার জন্য ওনাকে দিল্লী পুলিশের তরফ থেকে কোন নোটিশ পাঠানো হয় নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর