পিজি হাসপাতালে মর্মান্তিক কাণ্ড! দুদিন না খেতে পেয়ে অবহেলায় প্রাণ হারাল দুধের শিশু! অভিযোগ পরিবারের

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার (Kolkata) পিজি হাসপাতালে (PG Hospital) ডাক্তার এবং নার্সদের উদাসীনতার কারণে তিন বছর এক মাসের এক ফুটফুটে শিশুর মর্মান্তিক কাণ্ড ঘটল। বেশি কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে উদাসীনতার খবর পাওয়া যাচ্ছে। রোগীর আত্মীয়র কান্নাকাটির পরেও ভর্তি নেওয়া হচ্ছে না রোগীকে এরকম ঘটনা বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে দেখা যাচ্ছে। আর এরফলে চলে যাচ্ছে একটি তরতাজা প্রাণ।

সেরকমই কিছু খবর পাওয়া যাচ্ছে কলকাতার পিজি হাসপাতাল থেকে। সেখানে নার্স আর ডাক্তারদের অবহেলার কারণে এক ফুটফুটে শিশু পৃথিবী ছেড়ে বিদায় জানালো। অভিযোগ উঠেছে যে, দুদিন ধরে ওই শিশুকে কিছু খেতেই দেওয়া হয়নি। এমনকি নার্সদের কাছে শিশুকে খাবার দেওয়ার কথা বললে, নার্সরা জানিয়েছে যে, এরকম বারবার আবদার করলে আমরা বাচ্চাকে বের করে দেবো হাসপাতাল থেকে।

অভিযোগকারী একটি ফেসবুক পোস্ট করে জানিয়েছে যে, হাসপাতালে থাকাকালীন হঠাত করে জ্বর আসায় ডাক্তারের কাছে ছুঁতে যাওয়া হয়। ডাক্তাররা সেই সময় না থাকলে, নার্সদের কাছে গিয়ে থার্মোমিটার চাওয়া হয়। নার্সরা সেই সময় মোবাইলে গেম খেলতে ব্যস্ত থাকায় বলে দেয় খুঁজে নিন থার্মোমিটার। অভিযোগকারী ফেসবুক পোস্টের মাধ্যমে জানায় যে, ডাক্তার আর নার্সরা দুর্ব্যবহার করছিল। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারকে ডেকেও পাওয়া যায়নি। এমনকি নার্সরাও আসেনা।

এরপর জ্বর যখন খুব বেড়ে যায়, তখন শিশুটিকে ICU ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটি খিদের জ্বালায় ছটপট করলেও তাঁকে খেতে দেওয়া হয়নি। এরপর তাঁর মৃত্যু ঘটে। অভিযোগকারী ফেসবুক পোস্টের মাধ্যমে জানায় যে, আজকে আমার ভাগ্নি ডাক্তার আর নার্সদের অবহেলার কারণে আমাদের ছেড়ে চলে গেছে। আমি চাইনা আর কারোর সাথে এমন হোক। তাই আমি এই ঘটনার প্রতিবাদে আর দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে ফেসবুকে পোস্ট করলাম।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর