চতুর্থ দফা ভোটে হামলা বিজেপি প্রার্থী পায়েলের উপর, আধলা ইঁট ছুঁড়ে ভাঙা হল গাড়ির কাঁচ

বাংলাহান্ট ডেস্ক: চতুর্থ দফার ভোটে সম্মুখ সমরে তৃণমূল বিজেপি (bjp) বাম-কংগ্রেস জোটের একাধিক তারকা প্রার্থী। আর চতুর্থ দফার ভোটেই আবারো বিচ্ছিন্ন সন্ত্রাস, হামলার খবর মিলল বিভিন্ন স্থানে। শনিবার ভোট পর্যবেক্ষণে বেরিয়ে ‘আক্রান্ত’ হলেন বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার (payel sarkar)।

   

বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে গেরুয়া শিবিরের হয়ে ভোটে দাঁড়িয়েছেন পায়েল। চতুর্থ দফার ভোটে তাঁর উপর হামলার অভিযোগ উঠল। পায়েল জানান, শনিবার ভোটের দিন নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরে ঘুরে ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করছিলেন তিনি। সেই সময়েই বাইকে করে দুজন দুষ্কৃতী এসে তাঁর গাড়িতে হামলা চালায়। আধলা ইঁট ছুঁড়ে মেরে চুরমার করে দেওয়া হয় পায়েলের গাড়ির কাঁচ। কাঁচ ভাঙার আওয়াজে পেছন ঘুরেই হামলার ঘটনা বুঝতে পারেন বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী।


ইতিমধ‍্যেই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পায়েল। সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম না নিয়ে তিনি বলেন, “তৃণমূলের লোকজন কাল রাত থেকেই বিজেপি কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে অত‍্যাচার শুরু করেছে। তা সত্ত্বেও আজ অনেক বছর পর তাঁরা ভোট দিতে বেরিয়েছেন। তাই আজকের এই ঘটনা কারা ঘটিয়েছে তা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। সেটা সবাই বুঝতে পারছে।”

অপরদিকে পায়েলের উপর হামলার ঘটনা নিয়ে বেহালা পূর্বে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ‍্যায় বলেন, “পায়েল কোথায় ঘুরছে জানি না। পায়েলকে কেন মারছে জানি না। আমাকে তো কেউ মারছে না। মল্লিকপুরে কি হয়েছে তা জানি না।”

এর আগে দুষ্কৃতী হামলায় আক্রান্ত হয়েছিলেন পায়েলের ম‍্যানেজার। রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা হামলা চালায় পায়েলের ম‍্যানেজার রাণা প্রতাপ রামের উপর। মাথায় চোট লাগে তাঁর। বেহালা থানায় দায়ের করা হয় অভিযোগ। এবার এই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন পায়েল।

এক সংবাদ মাধ‍্যমকে তিনি বলেন, তাঁকে তারকা বলা হলেও তাঁর ম‍্যানেজার একজন সাধারণ মানুষ। তিনি যখন রাতে বাড়ি ফিরছেন তখন তাঁর নিরাপত্তা কোথায়? এমন তো বহু সাধারণ মানুষ রাতে বাড়ি ফেরেন, তাদের নিরাপত্তার প্রশ্নও উঠছে। পায়েলের ম‍্যানেজার তো কোনো রাজনৈতিক ব‍্যক্তিত্ব নন, তাহলে কেন তাঁর উপর হামলা করা হল? প্রশ্ন তোলেন পায়েল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর