ভোটের আগে পায়েলের ম‍্যানেজারের উপর দুষ্কৃতী হামলা, ক্ষোভ উগরে দিলেন বিজেপির তারকা প্রার্থী

বাংলাহান্ট ডেস্ক: ভোটের ঠিক আগে আক্রান্ত হলেন বেহালা পূর্বের বিজেপি (bjp) প্রার্থী তথা অভিনেত্রী পায়েল সরকারের (payel sarkar) ম‍্যানেজার। রাতে বাড়ি ফেরার সময় তাঁর উপর দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ। নির্বাচনের ঠিক আগে এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন পায়েল।

জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা হামলা চালায় পায়েলের ম‍্যানেজার রাণা প্রতাপ রামের উপর। মাথায় চোট লাগে তাঁর। বেহালা থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। এবার ঐই ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন পায়েল।


এক সংবাদ মাধ‍্যমকে তিনি বলেন, তাঁকে তারকা বলা হলেও তাঁর ম‍্যানেজার একজন সাধারণ মানুষ। তিনি যখন রাতে বাড়ি ফিরছেন তখন তাঁর নিরাপত্তা কোথায়? এমন তো বহু সাধারণ মানুষ রাতে বাড়ি ফেরেন, তাদের নিরাপত্তার প্রশ্নও উঠছে। পায়েলের ম‍্যানেজার তো কোনো রাজনৈতিক ব‍্যক্তিত্ব নন, তাহলে কেন তাঁর উপর হামলা করা হল? প্রশ্ন তোলেন পায়েল।

বেহালা পূর্ব থেকে বিজেপির প্রার্থী হয়েছেন পায়েল। ইতিমধ‍্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। প্রথম দিনে করুণাময়ী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন পায়েল। দ্বিতীয় দিনেও সময় মেনে কাঁটায় কাঁটায় সকাল সাতটায় প্রচার শুরু করেন অভিনেত্রী।

রায় বাহাদুর রোড থেকে দ্বিতীয় দিনের প্রচার শুরু করেন পায়েল। নিজের হাতেই এদিন দেওয়াল লিখতে দেখা যায় তাঁকে। রঙ তুলি নিয়ে আঁকেন পদ্মফুল। দেওয়াল লিখনের পর স্থানীয় মানুষজনদের সঙ্গে কথা বলতে দেখা যায় পায়েলকে। তিনি বলেন, অন‍্যান‍্যদের মতো ভোটে জিতে উধাও হয়ে যাবেন না। স্থানীয় মানুষদের সুখ দুঃখে পাশে থাকবেন।

হরিদেবপুরের মহাত্মা গান্ধী রোড থেকে প্রথম দিনের প্রচার শুরু করেন পায়েল। করুণাময়ী কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন তিনি। বিজেপির স্থানীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন অভিনেত্রী।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর