এই পদ্ধতিতে ৭০০ টাকার রান্নার গ্যাস পেতে পারেন মাত্র ২০০ টাকাতেই, ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে এই অফার

রান্নার গ্যাস (lpg) আমাদের একটি নিত্যদিনের অতিপ্রয়োজনীয় সামগ্রী। এতদিন বিদ্যুতের বিল থেকে শুরু করে মোবাইল রিচার্জ বা কেনা কাটার ক্ষেত্রে বিভিন্ন অফার থাকলেও রান্নার গ্যাসে তেমনভাবে কোনো অফারই দিত না অনলাইন টাকা লেনদেনের সংস্থাগুলি। এবার নিউ নর্মালে রান্নার গ্যাস বুকিং এও মিলবে মোটা টাকা ছাড়, এমনটাই অফার ঘোষনা করল Paytm.

রান্নার গ্যাস,lpg,kolkata,কলকাতা,bengali

Paytm এর অ্যাপের মাধ্যমে রান্নার গ্যাস বুকিং করলে কোনও গ্রাহক সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। তবে প্রথম বার গ্যাস বুকিং এর সময়েই পাওয়া যাবে এই সুবিধা। ব্যাবহার করতে হবে ‘FIRSTLPG’ প্রোমো কোড ব্যবহার করতে হবে। তবে অফারটি সীমিত সময়ের জন্য উপলব্ধ। ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত এই অফারের লাভ নেওয়া যাবে।

জানিয়ে রাখি, ২ ডিসেম্বর রান্নার গ্যাসের দাম বেড়েছিল ৫০ টাকা। তারপর আরো ৫০ টাকা বেড়েছে গ্যাসের দাম।সব মিলিয়ে গ্যাসের দাম বাড়ল ১০০ টাকা। একই সাথে দাম বেড়েছে বানিজ্যিক এলপিজি সিলিন্ডারের।

যদিও এই দাম বাড়ার পর কত টাকা ভর্তুকি পাওয়া যাবে তা জানায় নি তেল সংস্থাগুলি। জানিয়ে রাখি, গত ২ ডিসেম্বর ৫০ টাকা গ্যাসের দাম বাড়লেও ভর্তুকি বাড়ে নি। ১৪ ডিসেম্বর পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুসারে, গ্রাহকেরা আগের মাসের মতই ১৯ টাকা ৫৭ পয়সা পেয়েছেন ভর্তুকি বাবদ। নতুন করে এই দাম বৃদ্ধিতে ভর্তুকির টাকা পাওয়া যাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়৷

সরকার এক বছরে প্রতিটি পরিবারের জন্য ১৪.২ কেজির ১২ টি সিলিন্ডার পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে। গ্রাহকরা যদি এর চেয়ে বেশি সিলিন্ডার নিতে চান তবে তারা সেগুলি বাজার মূল্যে কিনতে হয়। অনেকেই মনে করছেন ঘুরপথে এই ভর্তুকি বন্ধ করে দেওয়ার পথে হাঁটছে কেন্দ্র।

 

 

 

 

 

সম্পর্কিত খবর