এবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে তীব্র আক্রমণ করা হল পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে।

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি কিছুদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন এবারের এশিয়া কাপ হতে চলেছে দুবাইতে, সেই কারণে এশিয়া কাপে ভারত এবং পাকিস্তান দুই দলই অংশগ্রহণ করতে পারবে কোনো বাঁধা ছাড়াই। আর সৌরভ গাঙ্গুলির এই বক্তব্য কে একেবারেই ভালো ভাবে নেই নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এশিয়া ক্রিকেট কাউন্সিল, সৌরভ গাঙ্গুলির কোনো অধিকার নেই এই ব্যাপারে সিদ্ধান্ত জানানোর।

   

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন আগামী 3 রা মার্চ দুবাইতে এশিয়া ক্রিকেট কাউন্সিলের বৈঠক হবে। সেই বৈঠকে এশিয়া কাপে অংশ নেওয়া সমস্ত দলের সুবিধা অসুবিধার কথা জানার পর সিদ্ধান্ত নেওয়া হবে যে এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে দুবাইতে নাকি অন্য কোথাও। কিন্তু তার আগে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর অধিকার কারুর নেই।

বিসিসিআই এর তরফে আগেই আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে যদি এশিয়া কাপ পাকিস্তানে অনুষ্ঠিত হয় তাহলে সেক্ষত্রে এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করবে ভারতীয় ক্রিকেট দল। তারপর থেকেই এশিয়া কাপ পাকিস্তান থেকে সরে য়াওয়ার প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে শোনা যাচ্ছে দুবাইতে হতে পারে এশিয়া কাপ তবে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। একেই তো এশিয়া কাপ আয়োজন হাতছাড়া হতে চলেছে তারই মধ্যে সৌরভ গাঙ্গুলির এমন মন্তব্যে জ্বালা ধরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন মন্তব্যের কোনো জবাব পাওয়া যায়নি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর কাছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর