‘Full Proof Security’ এর বদলে ‘Fool proof’ লিখে চরম ট্রোলের শিকার পাক ক্রিকেট বোর্ড

বাংলা হান্ট ডেস্কঃ ১৮ বছর পর ফের একবার পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু সিরিজ শুরু হবার ঠিক আগের মুহূর্তে ফের একবার নিরাপত্তার কারণে বাতিল হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের এই সফর। জানা গিয়েছে নিরাপত্তা আধিকারিকদের সূত্রে সতর্কবার্তা দেওয়া হয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। আর তারপরেই বোর্ডের তরফে এই সিরিজ বাতিল করে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে পিসিবিও।

   

কিন্তু এই ঘটনা সম্পর্কে লিখতে গিয়েই টুইটারে এক মারাত্মক ভুল করে ফেলল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে আলোচনা। এমনকি পাক ক্রিকেট বোর্ডকে ট্রোলও করতে শুরু করেছেন অনেকে। আসলে বোর্ডের তরফে পুরো ঘটনা সম্পর্কে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানেই তারা লেখেন, “PCB and GOVT of Pakistan made fool proof security arrangements for all visiting teams” এই বাক্যে ‘fool proof’ (full proof) কথাটি লিখতে গিয়ে বানানে যে বিরাট ভুল করা হয়, তাতেই শুরু হয় গন্ডগোল।

প্রায়ই ইংরেজি নিয়ে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয় পাকিস্তানি খেলোয়াড়দের কেন্দ্র করে। যার জেরে বহুবার তাদের ট্রোলও হতে হয়। এবার ফের একবার সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে পিসিবির এই পোস্ট। কার্যত নেটিজেনদের কাছে এক হাসির খোরাক হয়ে ওঠে এই বিবৃতি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড,নিউজিল্যান্ড,পাকিস্তান,নিউজিল্যান্ড পাকিস্তান সিরিজ,ইমরান খান সিরিজ বাতিল,Pakistan cricket board,New Zealand,Pakistan,Pakistan series,Imran Khan

প্রসঙ্গত উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী ইমরান খানও ভীষণ চেষ্টা করেছিলেন এই সিরিজ করার জন্য। এমনকি তিনি নিউজিল্যান্ড দলের আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। কিন্তু নিরাপত্তা নিয়ে কোন ঝুঁকি নিতে চায়না ব্ল্যাক ক্যাপসরা। আর সেই কারণেই আপাতত সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর