নিরাপত্তাহীনতায় ভুগছেন PCB সভাপতি রামিজ রাজা! সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহার করেন বুলেট-প্রুফ গাড়ি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ন্যাশনাল এসেম্বলি স্ট্যান্ডিং কমিটির কাছে বড় স্বীকারোক্তি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রামিজ রাজার। সুরক্ষার কারণে তিনি একটি বুলেট নিরোধক গাড়ি ব্যবহার করেন বলে জানিয়েছেন পিসিবি সভাপতি। তিনি এটাও মনে করেন যে এটি খুব বড় আর্থিক দায়ও নয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে।

শুধুমাত্র তাই নয় পিসিবি সভাপতি তার শারীরিক চিকিৎসার খরচও পিসিবির থেকে নিয়ে থাকেন। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড কেন তাদের বার্ষিক আয় বা খরচ সংক্রান্ত নথিপত্র প্রকাশ্যে আনেনা সেই নিয়ে রামিজ রাজাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন এগুলি সরকারি সম্পত্তি এবং কমিটি যখন ইচ্ছা সেটি দেখতে পারে।

সম্প্রতি পাকিস্তানের সরকার বদল ঘটেছে। আগে প্রতিবার সরকার বদল এর সময়ে পিসিবি সভাপতিরা আশ্চর্যজনক হবে নিজের দায়িত্ব ছেড়েছেন এবং বোর্ডের দায়িত্বে এসেছেন নতুন সভাপতি। কিন্তু রমিজ রাজার ক্ষেত্রে সেটা ঘটে নি যদিও তাকে এই নিয়ে কোনো প্রশ্ন করেনি ন্যাশনাল অ্যাসেম্বলি স্ট্যান্ডিং কমিটি।

কমিটির মেম্বাররা ২ ঘন্টার বৈঠকের পর জানিয়েছেন তারা রামিজ রাজার ভূমিকা নিয়ে সন্তুষ্ট। গত সেপ্টেম্বর থেকে দায়িত্ব নিয়েছেন তিনি। এই সময়ে পাকিস্তানের পারফরম্যান্সও খুব ভালো।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর