দেশের জার্সিতে ১০০ তম গোল, রোনাল্ডোকে শুভেচ্ছা কিংবদন্তি পেলের

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন পর দেশের জার্সিতে মাঠে নেমেই একের পর এক রেকর্ড ভেঙ্গে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করে ফেললেন পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার উয়েফা নেশনস কাপে মুখোমুখি হয়েছিলেন সুইডেন এবং পর্তুগাল। চোট সরিয়ে এইদিন পর্তুগাল এর প্রথম একাদশে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এইদিন ম্যাচ চলাকালীন ম্যাচের 44 মিনিটে 25 গজ দূর থেকে দূরান্ত ফ্রি কিক মেরে বল জালে জড়িয়ে দেন সি আর সেভেন। আর সেই সাথে দেশের জার্সি গায়ে 100 তম গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

   

ইরানের কিংবদন্তি আলি দেই দেশের জার্সি গায়ে প্রথম আন্তর্জাতিক আঙ্গিনায় 100 তম গোল করেছিলেন। এবার আলি দেই কে ছুঁয়ে ফেললেন পর্তুগীজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এইদিন ম্যাচের 44 মিনিট এবং 72 মিনিটে পরপর দুটি করে করেন রোনাল্ডো। সেই সঙ্গে দেশের জার্সি গায়ে 101 তম গোল করে ফেললেন 35 বছর বয়সী রোনাল্ডো।

দেশের জার্সি গায়ে 100 তম গোলের মাইলস্টোন ছোঁয়ার দিনই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে শুভেচ্ছা জানালেন তিনবার বিশ্বকাপ জয়ী ব্রাজিলীয় কিংবদন্তি পেলে। শুভেচ্ছা জানিয়ে পেলে লিখেছেন, ” ভেবেছিলাম আমার 100 তম গোল উদযাপন করবো কিন্তু এটা 101 তম! নতুন উচ্চতায় ওটার জন্য ক্রিস্টিয়ানো তোমাকে অভিনন্দন।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর