ভারতে মানুষ মরছে আর মোদি ভূমিপূজন করছেন, প্রধানমন্ত্রীকে আক্রমণ সীতারাম ইয়েচুরির

বাংলাহান্ট ডেস্কঃ রাজস্থানের আস্থা ভোট প্রসঙ্গে মুখ খুললেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। সোমবার এক বৈঠকে তিনি সরাসরি জানিয়ে দিলেন, ‘কোনমতেই বিজেপিকে এগোতে দেওয়া যাবে না। দুই বাম বিধায়ক ঠিকঠাক জায়গাতেই ভোট দেবেন। তা নিয়ে কোন শংসয় নেই’।

সেইসঙ্গে তিনি আরও জানিয়েছে, ‘বিজেপি রাজস্থানের সরকারকে যেভাবে বিপাকে ফেলেছে, ঠিক সেই কৌশলেই কেরলের সরকারকেও বিপাকে ফেলতে চাইছে। ইলেকশন বন্ডের টাকা দিয়ে রাজস্থান-সহ বিভিন্ন রাজ্যের নির্বাচিত সরকারকে মাত, দেওয়ার পাশাপাশি আরও নানান কাজে মেতে উঠেছে বিজেপি’।

sitaram yechuri5 1579514587

ইয়েচুরিকে সমর্থন কংগ্রেসের
রাজনৈতিক বিরোধের সূত্র ধরেই সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির এই সিদ্ধান্তকে সমর্থন করেছে প্রদেশ কংগ্রেস। তাঁদের মত, ‘বিজেপির মধ্যে ফ্যাসিস্ত মনোভাব রয়েছে। আর তা কাজে লাগিয়েই তারা দেশে একদলীয় শাসন কায়েম চায়। সেটা হতে দেওয়া যাবে না’।

রাম মন্দিরের ভূমি পূজা নিয়েও দাগলেন তোপ
বিজেপি সরকারকে ক্রুশ বিদ্ধ করার পাশাপাশি আগামী ৫ ই অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজার বিষয়েও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (narendra modi) কটাক্ষ করতে ছাড়লেন না। তাঁর কথায়, ‘মহামারীর মোকাবিলার দায়ভার রাজ্য সরকারগুলোর ঘাড়ে চাপিয়ে দিয়ে মোদীজি রাম মন্দিরের ভূমিপুজো করতে উদ্যত হয়েছে। মন্দির স্থাপনের মধ্যে দিয়ে তিনি সাম্প্রদায়িক রাজনীতি এবং বিভেদকে আরও বাড়িয়ে তুলছেন। এখন সময় করোনা মহামারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না করে, তিনি মন্দিরের শিলান্যাস করছেন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর