ঘরে ছিল না খাবার, তাই ১০ ফুটের কোবরাকে মেরে খেয়ে নিল লোকজন

বাংলাহান্ট ডেস্কঃ খাদ্যসংকটে পড়ে ১০ ফুট লম্বা এক কোবরা সাপ (Cobra snake) দিয়ে নিজের খুদাতৃষ্ণা নিবারনের ব্যবস্থা করলেন অরুণাচলপ্রদেশের (Arunachal Pradesh) তিন শিকারি। লকডাউনের জেরে খাদ্য সংকটে পরে তারা এই কাজ করছে। ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়তেই তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে স্থানীয় পুলিশ।

   

 

ভারতে করোনা ভাইরাসের (COVID-19) প্রসার রোধের জারী করা হয়েছিল প্রথম দফা লকডাউন। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই ১৫ ই এপ্রিল আবারও প্রধানমন্ত্রী লকডাউনের সময়সীমা বাড়িয়ে ৩ রা মে অবধি করে দেন। এই সময়ে দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছেন। এবং জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বেরতেও নিষেধ করে দেওয়া হয়েছে। কিন্তু অরুণাচলপ্রদেশের তিন শিকারি এই সময়ে খিদের জ্বালায় ১০ ফুট লম্বা এক কোবরা সাপ খাবার জন্য ধরে আনলেন।

সম্প্রতি এক ভিডিওর মাধ্যমে তাঁদের এই ঘটনাটি প্রকাশ্যে আসে। তারা জানায়, লকডাউনের জন্য কাজ বন্ধ থাকায় তারা এখন অর্থ এবং খাদ্য উভয় সংকটে পড়েছে। ঘরে চাল, ডাল কিছুই নেই। তাই খাদ্য জ্বালা নিবারণের জন্য বন থেকে ওই বিষাক্ত সাপ তারা ধরে আনে। জঙ্গল থেকে সাপটিকে হত্যা করে, তাঁর মাংস খাওয়ার জন্য। এরপর তারা সাপের ছাল ছাড়ানোর জন্য কলা পাতার সাহায্য নেয়। তারপর তারা সাপটিকে খেয়ে নেয়।

ইটানগরের সিনিয়র বন কর্মকর্তারা জানিয়েছেন, এই শিকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। তিনি বলেছিলেন, ‘যে শিকারিরা এই কোবরাটি মেরে খেয়েছিল, তাদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে’। অরুণাচল প্রদেশের ডেপুটি চিফ বন্যজীবন ওয়ার্ডেন উমেশ কুমার বলেছেন যে, ‘বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার তথ্য পেয়েছিল। সেই দলটি নিশ্চিত করেছে যে শিকারীদের দ্বারা সাপটিকে হত্যা করে খাওয়া হয়েছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর