সালারে রেশন না পাওয়ায় ডিলারের বাড়ির বিক্ষোভ গ্রামবাসীর! পুড়িয়ে দেওয়া হল আসবাব

বাংলা হান্ট ডেস্কঃ লকডাউনে (Lockdown) রাজ্য (West Bengal) সরকারের তরফ থেকে রেশন (Ration) না পাওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় মুর্শিদাবাদ (Murshidabad) জেলার সালারে (Salar)। রেশন না পাওয়া ক্ষুব্ধ মানুষদের এই বিক্ষোভ দেখতে দেখতে হিংসাত্মক রুপ নিয়ে নেয়। স্থানীয় মানুষরা এলাকার একটি রেশন ডিলারের বাড়িতে ভাঙচুর করে এবং পর্যাপ্ত পরিমাণে রেশন না পাওয়ার অভিযোগ করে।

সালারের পুনশ্রী গ্রামের রেশন ডিলার হালিম শেখের বিরুদ্ধে রেশন সামগ্রী কম দেওয়া ও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ উঠে । এরপর স্থানীয়রা রেশন না পাওয়ার অভিযোগে রেশন ডিলারের বাড়িতে পাথর ছোঁড়ে আর রেশন ডিলারের বাড়ির সামগ্রী বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। যদিও সেখানে গিয়ে সালার পুলিশকে মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়।

স্থানীয় মানুষ অভিযোগ অনুযায়ী, সরকারের তরফ থেকে নির্ধারিত মাত্রার কেবল মাত্র অর্ধেক সামগ্রীই দেওয়া হচ্ছিল। এর সাথে সাথে সেই সামগ্রী খুবই নিম্নমানের ছিল বলে জানায় তাঁরা।

আপনাদের জানিয়ে দিই, রাজ্যে মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) তৃণমূল (All India Trinamool Congress) সরকার দেড় কোটি মানুষকে ছয় মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। রাজ্যে করোনা ভাইরাসের মামলা দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ মন্ত্রালয় অনুযায়ী রাজ্যে প্রায় ৬০০ জন এই মারক ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর ১০৫ জন করোনা পজেটিভ রোগীর মৃত্যু হয়েছে। যদিও এর মধ্যে ৩৩ জনের করোনায় মৃত্যু হয়েছে বলে জানায় রাজ্যের স্বাস্থ সচিব।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর