অন্য রাজ্যে আটকে পড়া মানুষদের খুব শীঘ্রই ফিরিয়ে আনা হবে: জানালেন মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ মারণ করোনা ভাইরাসের জেরে তোলপাড় সারা বিশ্ব। এই ভাইরাস ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন (lockdown)। আর এই লকডাউনে রাজস্থানের (Rajasthan) কোটায় আটকে পড়েছে বহু ছাত্র-ছাত্রীরা। সোমবার সকালে ট্যুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) খুব তাড়াতাড়ি তাদের ফিরিয়ে আনার কথা জানান ।

   

 

লকডাউনের কারণে দেশের নানা জায়গায় আটকা পড়া এই রাজ্যের বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনতে সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) এই বিষয়ে আন্তরিক ভাবে চেষ্টা করছে বলে ট্যুইট করে জানিয়েছেন তিনি। এই বিষয়ে রাজ্য সরকারি আধিকারিকদের উপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রাজস্থানের কোটায় আটকে পড়া এই রাজ্যের ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনতে দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী।

রাজস্থানের কোটা শহরে দেশের প্রান্ত থেকে ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে যান। লকডাউনের কারণে সেখানে আটকা পড়েছেন তাঁরাও। ইতোমধ্যেই মহারাষ্ট্র, হরিয়ানা-সহ কয়েকটি রাজ্য কোটা থেকে তাদের ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে নিয়ে গিয়েছে।

সম্পর্কিত খবর