যারা মদ কিনছেন অবিলম্বে তাদের রেশন বাতিলের দাবি সামাজিক মাধ্যমগুলিতে

বাংলাহান্ট ডেস্কঃ ভারতে লকডাউনের তৃতীয় দফায় সবথেকে বেশি যেই ছাড় নিয়ে চর্চা হচ্ছে, সেটা হল মদের দোকান গুলোকে খোলার অনুমতি দেওয়া। পাশাপাশি মদের ওপর চাপানো হয়েছে অতিরিক্ত দামও। আর মদের দোকান খোলার আগে থেকেই সকাল সকাল দোকানের সামনে গিয়ে লাইন দিয়েছে সুরাপ্রেমীরা। অনেক জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং পালন হলেও, বেশীরভাগ জায়গায় সরকারের এই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে মদের কেনাবেচা।

এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে নেটিজেনদের দাবি, যারা অতিরিক্ত দাম দিয়ে মদ কিনতে পারছে অবিলম্বে তাদেত চিহ্নিত করে রেশন তালিকা থেকে বাদ দিতে হবে। এই পরিস্থিতিতে সরকারকে মদ কেনার সময় রেশন কার্ডে ছাপ মেরে দেওয়ারও দাবি তুলেছেন কেউ কেউ। সঙ্গে তাঁদের দাবি, ওই রেশন কার্ডে যেন আর বিনামূল্যে রেশন না দেয় সরকার।

যদিও মদ্যপায়ীদের নিয়ে রসিকতা করে কেউ কেউ বলছেন, করোনার এই অকালে তারা দেশের অর্থনীতির হাল ফেরাতে প্রতিজ্ঞা বদ্ধ। তাই তাদের সম্মান করা উচিত। আবার কেউ কেউ মদ কিনে বাড়ি ফেরা মানুষদের সাথে ট্রফি বিজয়ীদের অনুভূতির মিলও পেয়েছেন।

বস্তুত, করোনা সংক্রমণ এর এই ভয়ানক পরিস্থিতিতে দেশব্যাপী মদের দোকানের লম্বা লাইনকে ভাল ভাবে নেয় নি নেট পাড়ার বাসিন্দারা। তাই এই ঘটনায় একের পর এক ব্যাঙ্গ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকেই। তাদের অনেকেরই দাবি এই কঠিন সময়ে দাঁড়িয়ে মদের জন্য এমন ‘উৎসব’ আমাদের দেশ ছাড়া অন্য কোথাও সম্ভব নয়।

 

সম্পর্কিত খবর