আপনার সঙ্গীর ত্যাগ করা বায়ুর গন্ধ আপনার আয়ু বাড়াবে!

বাংলা হান্ট ডেস্ক : পৃথিবীর সবথেকে জঘন্যতম কাজ হলো বায়ু ছাড়া এমনটা আমাদের ধারণা। এই কাজটা আমরা কখনোই অন্যের সামনে করতে পছন্দ করি না, যদি ভুল করে হয়ে যায় তাহলে অপ্রস্তুতে করে যায় সকলে।

আর যার সামনেই হোক না কেন, নিজের সঙ্গীর সামনে যেন কখনোই না হয় তার জন্য আপ্রাণ চেষ্টা করি আমরা। কিন্তু গবেষণা বলছে, সঙ্গীর ত্যাগ করা বায়ুর গন্ধ স্বাস্থ্যের পক্ষে উপকারী।

হাইড্রোজেন সালফাইড ফেঁপে ফুলে তৈরি হয় এই গ্যাস। যা হার্ট অ্যাটাক স্ট্রোক, ক্যান্সার ইত্যাদির হাত থেকে রক্ষা করে।

87a85 72fc1b80 30f5 438a 9477 985314270cebআবার সময় জানা গিয়েছে হাইড্রোজেন সালফাইড শরীরে রোগ-ব্যাধির প্রতিরোধ ক্ষমতা জন্মাতে সাহায্য করে। আর মানুষের ত্যাগ করা বায়ুতেও রয়েছে এই গ্যাস, যা আপনার স্বাস্থ্যের ফলে অত্যন্ত ভালো। তাহলে এবার থেকে আর এই ব্যাপারে সঙ্গীর কাছে লজ্জা পাবেন না।

সম্পর্কিত খবর