CAA এর সমর্থনে বাংলার বুদ্ধিজীবীরা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে

বাংলা হান্ট ডেস্কঃ নাগরিকতা সংশোধন আইন (CAA) এর সমর্থনে পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ শিল্পীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) চিঠি লিখলেন। অভিনয় আর শিক্ষার সাথে জড়িত শিল্পীরা এই চিঠি লিখেছেন। প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লেখা শিল্পীদের মধ্যে অঞ্জনা বসু, সৌরভ চক্রবর্তী, রনদীপ সরকার, রাজ ভৌমিক এর মতো শিল্পীদের নাম আছে। চিঠিতে লেখা হয়েছে যে, নাগরিকতা সংশোধন আইন লাগু করার জন্য রাজ্যবাসী আপনাকে ধন্যবাদ জানায়।

caa 1

ওই চিঠিতে অভিনয়, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি আর শিক্ষা ক্ষেত্রের সাথে জড়িত ব্যাক্তিদের স্বাক্ষর আছে। সিনেমা জগত থেকে অঞ্জনা বসু, সৌরভ চক্রবর্তী, মৌসুমি চক্রবর্তী, মিলন ভৌমিক, গোপা দে আর গৌরি শঙ্কর মালিক স্বাক্ষর করেছেন। আরেকদিকে শিক্ষার সাথে জড়িত রাজেশ বেনুগোপাল, অরিন্দম চক্রবর্তী, অরিজিত ভট্টাচার্য, সুচেতনা মুখার্জী চিঠি লিখেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিতে লেখা হয়েছে যে, পশ্চিমবঙ্গের মানুষ নাগরিকতা আইন সংশোধন আইন লাগু করার জন্য কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানায়। দেশ ভাগের সময় বাঙালি সম্প্রদায় অনেক অত্যাচার সহ্য করেছিল। এবার কয়েক দশক ধরে চলা এই অত্যাচার বন্ধ করার জন্য আপনাকে ধন্যবাদ জানায়।

modi 3112 759

চিঠিতে লেখা হয়েছে যে, ইতিহাস সাক্ষী আছে যে বাংলার মানুষকে দেশ ভাগের কতটা জ্বালা সহ্য করতে হয়েছিল। এরকম অত্যাচার দেশের আর কোন প্রান্তের মানুষকে সহ্য করতে হয়নি। দীর্ঘ দিন ধরে হওয়া এই অত্যাচার খতম করার জন্য আপনি ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর পথ অনুসরণ করেছেন।

চিঠিতে লেখা হয়েছে যে, নেতারা নাগরিকতা আইন নিয়ে অনেক চর্চা করেছেন, কিন্তু সেটা শুধু চর্চার মধ্যেই ছিল এর থেকে এগোয়নি। সবাই নিজের ভোট ব্যাংকের হিসেবে রাজনীতি করেছ, কিন্তু আপনি নিজের প্রতিশ্রুতি পালন করেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর