ফোন করে শীতল সতর্কবার্তা! প্রকাশ্যে এলো সদ্য প্রয়াত পারভেজ মোশারফের সাথে সৌরভের কথোপকথন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মারা গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ (Parvez Musharraf)। দুবাইয়ে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর রবিবার সংযুক্ত আরব আমিরশাহীর একটি হাসপাতালে গেছেন তিনি। বহুদিন ধরে অসুস্থ মোশারফ ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।

প্রাক্তন পাক রাষ্ট্রপতির সাথে সৌরভ গাঙ্গুলীকে (Sourav Ganguly) কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছিল, যে ব্যাপারে গল্পটি সৌরভ গাঙ্গুলী নিজের আত্মজীবনীতে উল্লেখ করেছিলেন। ‘এ সেঞ্চুরি ইজ নট এনাফ’ বইটিতে সৌরভ একটি ঘটনার কথা উল্লেখ করেছেন যা ঘটেছিল তখন, যখন ভারতীয় দল ২০০৪ সালে পাকিস্তান সফরে গিয়েছিল এবং তখন মহারাজ ভারতীয় দলের অধিনায়ক ছিলেন।

sourav ganguly back

সৌরভ গাঙ্গুলি তার স্মৃতির পাতা ঘেঁটে লিখেছেন, ‘২০০৪ সালে যখন ভারতীয় দল পাকিস্তানে গিয়েছিল, তখন আমাদের জন্য অনেক কড়া নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছিল। এমন নিরাপত্তায় আমি আগে কখনো থাকিনি, আমরা লাহোরের একটি হোটেলে ছিলাম যেটাকে প্রায় দুর্গের মতো করে তোলা হয়েছিল। কিন্তু আপনি মজার ব্যাপার হলো যে সেই নিরাপত্তা বেষ্টনী ভেদ করেও আমি হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলাম।’

সৌরভ নিজের বইতে স্বীকার করেছেন যে তার এই কাজটা করার মানে ছিল শৃঙ্খলা ভঙ্গ করা। কিন্তু সারাক্ষণ বন্দুক গুলি ভারতের আড়ালে বসে থাকতে তার ভালো লাগছিল না এবং সেই জন্যই তিনি এই কাজটি করেছিলেন। কিছু বন্ধুদের সাথে পরিকল্পনা করে টিমের ম্যানেজারকে বলে তারা হালকা ছদ্মবেশের আড়ালে পাকিস্তানের গাভাল মন্দিতে গিয়ে পৌঁছন, যেখানে অত্যন্ত ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়। বাজারে কিছু লোকের সন্দেহ হয়েছিল যে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু তিনি সব সময় তার পরিচয় অস্বীকার করেন এবং পরে নিরাপদে ফিরে এসেছিলেন হোটেলে।

এরপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে পারভেজ মোশারফের ফোন আসে পরের দিন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু ঠান্ডা গলায় বুঝিয়ে দেন যে সৌরভ কাজটা ঠিক করেনি এবং পরের বার থেকে তার বাইরে যেতে ইচ্ছা হলে তিনি যেন নিরাপত্তা রক্ষীদের সাথেই বাইরে যান। সৌরভ নিজের আত্মজীবনীতে উল্লেখ করেছেন যে ওই টেলিফোন কথা বলার মুহূর্তটি তার ওয়াসিম আক্রমের ইন সুইঙ্গিং ইয়র্কার খেলার চেয়েও বেশি কঠিন মনে হয়েছিল।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর