পিটারসেন জানিয়ে দিলেন কোহলির ধারেকাছেও নেই স্মিথ।

বর্তমান ক্রিকেট বিশ্বে এই বিষয়টি নিয়ে বিতর্ক চলে যে বর্তমান ক্রিকেটে কে সেরা ব্যাটসম্যান? ভারত অধিনায়ক বিরাট কোহলি নাকি অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ? এই প্রসঙ্গে এর আগে অনেকেই অনেক মতামত জানিয়েছেন। কেউ এগিয়ে রেখেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি কে কেউ আবার এগিয়ে রেখেছেন স্টিভ স্মিথকে। তবে এই ব্যাপারে এবার মুখ খুললেন প্রাক্তন ইংল্যান্ড তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেন। পিটারসেন জানিয়ে দিলেন স্মিথের থেকে অনেক গুন এগিয়ে রয়েছেন বিরাট কোহলি। এমনকি বিরাট কোহলি যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে তিনি কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেউ টপকে যাবেন বলে মনে করেন পিটারসেন।

এইদিন জিম্বাবুয়ের প্রাক্তন পেসার পমি বাঙ্গোয়ার সাথে ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে কথোপকথন বলছিলেন কেভিন পিটারসেন। তখনই তাকে প্রশ্ন করা হয় বিরাট কোহলি নাকি স্টিভ স্মিথ ব্যাটসম্যান হিসেবে কে এগিয়ে? এই প্রশ্নের জবাবে কেপি বলেন যে, স্মিথের থেকে অনেক এগিয়ে থাকবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলি হচ্ছেন একজন অসাধারণ ক্রিকেটার, চাপের মধ্যে ভারতকে ম্যাচ জেতানো থেকে শুরু করে আত্মবিশ্বাসে ভরপুর বিরাট কোহলি। রান তাড়া করে ম্যাচ জেতানো বিরাটের থেকে শেখা উচিৎ অন্যাদের। এইদিক থেকে স্মিথের থেকে অনেক এগিয়ে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এছাড়াও ওয়ানডে এবং টিটোয়েন্টি পরিসংখ্যানের দিক দিয়েও স্মিথকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে বিরাট কোহলি।

347463765f056edbade12f5a21151afc47a5dabb4007c81a68f22bf3339b672a2ce10046

পিটারসেন বলেন রান তাড়া করে কোহলির ব্যাটিং গড় 80 এর উপরে। এছাড়াও রান তাড়া করে অনেক গুলি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। আর এই পরিসংখ্যান গুলি যেকোনো ক্রিকেটারকে চমকে দেওয়ার মত। এইসব দিক দিয়ে বিচার করে পিটারসেন স্মিথের থেকে অনেক গুন এগিয়ে রেখেছেন কোহলিকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর