এক ধাক্কায় ২ টাকা দাম কমল পেট্রোলের! দেখে নিন বাংলায় আজ কততে বিকোচ্ছে পেট্রোল-ডিজেল

বাংলা হান্ট ডেস্ক : ১৭ অগস্ট বুধবার, জ্বালানি তেলের দাম বেড়েছে বাংলার বেশ কিছু জেলায় । আবার অনেক জেলায় কমেছে লিটার পিছু পেট্রল ও ডিজেলের দাম। প্রসঙ্গত প্রতিদিনই পেট্রোল ডিজেলের দামে কিছুটা ওঠা পড়া লেগেই থাকে।

তবে আসুন একনজরে দেখে নেওয়া যাক আজ বাংলার জেলায় জেলায় কততে বিকোচ্ছে পেট্রল, ডিজেল:

কোন কোন জেলায় পেট্রোল-ডিজেলের দাম বাড়লেও, দাম কমেছে বেশ কটি জেলায়। আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, নদিয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে আজ পেট্রোল-ডিজেলের দাম অনেকখানি কমেছে। আবার অন্যদিকে তেলের দাম বেড়েছে বাঁকুড়া, বীরভূম, হুগলি, জলপাইগুড়ি, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং উত্তর দিনাজপুর জেলায়।

কলকাতাতে আজ পেট্রল, ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। কলকাতা শহরে পেট্রোল ও ডিজেল বিকোচ্ছে যথাক্রমে লিটার পিছু ১০৬.০৩ টাকা ও ৯২.৭৬ টকায়।

সর্বোচ্চ ১ টাকা ৯৮ পয়সা দাম কমেছে আজ পেট্রোলের, দার্জিলিং জেলায়। আলিপুরদুয়ারে আজ পেট্রল এর মূল্য লিটার প্রতি ১০৬.৮২ টাকা ও ডিজেল এর মূল্য লিটার প্রতি ৯৩.৪৯ টাকা। বাঁকুড়ায় পেট্রোল বিকোচ্ছে ১০৬.৭১ টাকায়। ডিজেল সেখানে বিকোচ্ছে ৯৩.৪০ টাকায়। বীরভূমে পেট্রলের দাম ১০৬.৬৮ টাকা, ডিজেল ৯৩.৩৮ টাকা। কোচবিহারে পেট্রল এর মূল্য ১০৬.৭৯ টাকা ও ডিজেল ৯৩.৪৬ টাকা। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে যথাক্রমে পেট্রল এর বিক্রয় মূল্য ১০৬.৫৪ টাকা এবং ১০৬.৩২ টাকা। এই দুই জেলায় ডিজেল এর বিক্রয় মূল্য যথাক্রমে ৯৩.২৪ টাকা এবং ৯৩.০৩ টাকা।

আজ সর্বোচ্চ দাম কমেছে দার্জিলিং-এ । এখানে পেট্রল এর দাম লিটার প্রতি ১০৫.৮৭ টাকা, ডিজেল লিটার পিছু ৯২.৬১ টাকা। হুগলিতে আজ পেট্রল এর দাম প্রতি লিটার ১০৬.৭৭ টাকা ও ডিজেল ৯৩.৪৫ টাকা। জলপাইগুড়িতে পেট্রলের দাম ১০৬.৪৬ টাকা ও ডিজেল লিটার পিছু ৯৩.১৬ টাকা। মালদায় পেট্রলের দাম ১০৫.৮১ টাকা, ডিজেল এর দাম প্রতি লিটারে ৯২.৫৬ টাকা। ঝাড়গ্রামে পেট্রল লিটার পিছু ১০৬.৮৯ টাকা ও ডিজেল লিটার পিছু ৯৩.৫৩ টাকায় বিক্রি হচ্ছে।কালিম্পঙে পেট্রোল এর মূল্য প্রতি লিটারে ১০৫.৯৮ টাকা। ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৭১ টাকা। হাওড়ায় পেট্রলের মূল্য আজ প্রতিলিটারে ১০৬.০৩ টাকা, ডিজেল লিটার পিছু ৯২.৭৬ টাকা।

মুর্শিদাবাদে পেট্রল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১০৭.৩৯ টাকা দামে এবং ডিজেল এখানে বিক্রি হচ্ছে ৯৪.০৩ টাকায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পেট্রল বিকোচ্ছে লিটার প্রতি ১০৬.৪৯ এবং ১০৬.০৩ টাকায় এবং ডিজেল বিকোচ্ছে যথাক্রমে ৯৩.১৯ এবং ৯২.৭৬ টাকা লিটার পিছু হিসাবে।

today's Petrol Diesel Price in kolkata 4 th may

আজ নদিয়ায় পেট্রল বিকোচ্ছে লিটার পিছু ১০৬.৯৮ টাকা হিসাবে এবং ডিজেল বিকোচ্ছে ৯৩.৬৫ টাকা হিসাবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে পেট্রলের দাম যথাক্রমে ১০৬.১৭ ও ১০৬.৫০ টাকা প্রতি লিটার । ডিজেল সেখানে লিটার পিছু ৯২.৮৬ এবং ৯৩.১৬ টাকা। পূর্ব ও পশ্চিম বর্ধমানে পেট্রলের দাম যথাক্রমে ১০৫.৮৯ টাকা এবং ১০৬.২৮ টাকা, ডিজেল এর দাম যথাক্রমে ৯২.৬৪ এবং ৯৩.০১ টাকা। পুরুলিয়ায় পেট্রোল বিক্রি হচ্ছে ১০৬.৫৫ টাকায়। ডিজেল এখানে বিক্রি হচ্ছে লিটার পিছু ৯৩.২৫ টাকায়।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর