শীঘ্রই ৯০ টাকার নীচে নামতে পারে ভারতে পেট্রোল-ডিজেলের দাম! খুশির খবর দেশবাসীর জন্য

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে সুখবর শোনা গেল। এবার হয়তো কমতে চলেছে পেট্রোল ডিজেলের দাম। সূত্রের খবর সংস্থাগুলি খুব শীঘ্রই দাম কমানোর সিদ্ধান্ত নিতে পারে। এর ফলে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সাধারণ মানুষের মনে। গত এক বছরে আমদানি করা অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব কিন্তু এদেশের জ্বালানির বাজারে পড়েনি।

গত এক বছর আগে ব্যারল প্রতি অপরিশোধিত তেলের দাম ছিল ১২০ ডলার। বর্তমানে তার দাম ৭০ ডলার প্রতি ব্যারল। গত মে মাসে আমদানি করা অপরিশোধিত তেলের ৪৫% এসেছে রাশিয়া থেকে। কিন্তু ভারতে পেট্রোল-ডিজেলের দামের হ্রাস লক্ষ্য করা যায়নি। কেন্দ্রীয় সরকার এক বছর আগে পেট্রোলে (Petrol) ৮ টাকা ও ডিজেলে (Diesel) ৬ টাকা শুল্ক হ্রাস করে।

এরপর আর শুল্কও কমানো হয়নি। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, কর্ণাটকে বিজেপির হারের থেকে শিক্ষা নিয়ে কি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিতে চলেছে সরকার? যদিও ওয়াকিবহাল মহলের মত, এর সাথে কোনও সম্পর্ক নেই রাজনীতির। তাদের যুক্তি, এটা ঠিক যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস ও রাশিয়া থেকে কম মূল্যে তেল কেনা সত্ত্বেও ভারতের বাজারে পেট্রোল ডিজেল সস্তা হয়নি।

এর কারণ রাষ্ট্রয়াত্ত্ব তেল সংস্থাগুলি এর আগে অনেক চড়া দামে বিদেশ থেকে তেল কিনেছিল। এর ফলে তাদের লোকসান হচ্ছিল। এখন সেই ক্ষতি পূরণ হয়ে গেছে। বর্তমানে বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে দেশে পেট্রোল-ডিজেলের দাম কমানো সম্ভব। অর্থ মন্ত্রকে থেকে পাওয়া খবর অনুযায়ী, জ্বালানির চাহিদা কমতে শুরু করেছে শেষ দুই ত্রৈমাসিকে। জ্বালানির দাম যদি কমে তাহলে বাড়তে পারে চাহিদা। ফলে চাঙ্গা হবে অর্থনীতি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর