বাম্পার খবর: পর পর দুদিন কমলো দাম, ফের সস্তা হলো পেট্রোল ডিজেল

বাংলাহান্ট ডেস্কঃ ২৪ দিনের মাথায় গতকাল বুধবার পেট্রোল-ডিজেলের মূল্য সামান্য কমেছিল। আমজনতার সেই স্বস্তি আজও অব্যহত। অর্থাৎ শুক্রবারও কমলো পেট্রোল-ডিজেলের মুল্য। এদিন লিটার পিছু পেট্রোলের দাম ২০ পয়সা এবং ডিজেলের দাম ২১ পয়সা সস্তা হল।

প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল- ডিজেলের দামে পরিবর্তন হয়। অর্থাৎ, সকাল ছটার পর থেকে নতুন রেট চার্ট হিসাবে পেট্রোল ও ডিজেলের দাম ( Petrol Diesel Price ) নির্ধারণ করা হয়। সেই মত আজ পরপর দুদিন দাম কমে কলকাতায় লিটার পিছু পেট্রোলের দাম দাঁড়াল ৯০.৯৮ এবং ডিজেলের দাম দাঁড়াল ৮৩.৯৩ টাকা। যার ফলে পেট্রোলের ডিজেলের মূল্য আকাশছোঁয়া হলেও, ফের দাম কমায় স্বস্তি অনুভব করছে সাধারণ মানুষ।

   

today's Petrol Price and Diesel Price in kolkata 18 th february

দাম কমার ফলে, দিল্লিতে পেট্রোল ৯০.৭৮ টাকা ও ডিজেল ৮১.১০ টাকা , বাণিজ্যনগরী মুম্বইয়ে লিটার প্রতি ৯৭.১৯ টাকা ও ডিজেল ৮৮.২০ টাকা, চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোল ৯২.৭৭ ও ডিজেল ৮৬.১০ টাকায় দাঁড়িয়েছে।

উল্লেখ্য, আপনি যদি নিজের শহরের পেট্রোল ও ডিজেলের দাম নিজেই জানতে চান, তাহলে ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট আনুযায়ী, আরএসপি (RSP) ও নিজের শহরের কোড লিখে ৯২২৪৯৯২২৪৯ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি শহরের কোড আলাদা। এই কোড অবশ্য আপনি ইন্ডিয়ান ওয়েলের (Indian Oil) ওয়েবসাইটেই পেয়ে যাবেন।

সম্পর্কিত খবর