দিনের পর দিন প্রতিদিন পেট্রোল ডিজেল এর দামে রেকর্ড গড়ছে মোদি সরকার

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন করোনার কারণে রীতিমতো ঘা পড়েছে অর্থনীতিতে, চাকরি খুইয়েছেন লাখো লাখো মানুষ, ক্রমশ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে আরও আরও বেশি পরিবার। তখনই অন্যদিকে ক্রমাগত আকাশ ছুঁয়েছে পেট্রোপণ্যের দাম। কখনও রান্নার গ্যাস, কখনও বা অত্যাবশ্যকীয় পেট্রোল ডিজেল। চড়া দামে পেট্রোপণ্য কিনতে গিয়ে এখন রীতিমতো নাজেহাল পরিস্থিতি মানুষের। বিশেষত পেট্রোল-ডিজেলের দাম তো যেন রোজই বাড়ছে। ২ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে এখনো পর্যন্ত মোট ২১ বার বেড়েছে পেট্রোলের দাম। আর সময়টা যদি আরও তিন চার মাস পিছিয়ে দেন, তাহলে শেষ পাঁচ মাসে দাম বেড়েছে প্রায় ৪৪ বার। প্রায় যেন বিরাট কোহলি কিম্বা রোহিত শর্মার মতই ঝোড়ো ব্যাটিং করছে করে চলেছে পেট্রোল ডিজেল।

   

ইতিমধ্যেই দাম সেঞ্চুরি ছাড়িয়েছে বেশকিছু রাজ্যে। ভারতে এই মুহূর্তে পেট্রলের সর্বোচ্চ দাম ১০৬ টাকায় পৌঁছেছে। পিছিয়ে নেই ডিজেলও সেঞ্চুরি অতিক্রম করতে বাকি মাত্র এক টাকা। সব জায়গায় এই অবস্থা না হলেও আমাদের কলকাতা শহরেই রবিবার লিটারপ্রতি পেট্রোলের দাম ছিল ৯৬ টাকা ০৬ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ৮৯ টাকা ৮৩ পয়সা। অন্যদিকে ব্যাঙ্গালুরুতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৯ টাকা ৩৩ পয়সা। ডিজেলের দাম পৌঁছেছে ৯২ টাকা ১১ পয়সায়। একই অবস্থা দিল্লি, চেন্নাই সহ অন্যান্য শহরেও।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এখনো অনেকটাই কম। গতবছর লকডাউনের তুলনায় দাম কিছুটা বাড়লেও তা একেবারে হাতের বাইরে চলে যায়নি। বাংলা নির্বাচনে বড় ইস্যু হয়েছিল পেট্রোপণ্যের দাম বৃদ্ধি। এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে কংগ্রেস। আন্দোলনের কথা মনস্থ করেছে রাজ্যের বামদলগুলিও। কিন্তু এখনও পর্যন্ত সমাধানের কোনো চিহ্ন নেই। সাধারণ মানুষ রীতিমতো ক্ষোভ উগরে দিলেও পেট্রোল-ডিজেলের দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অনেকে সোশ্যাল মিডিয়ায় সরকারকে কটাক্ষ করে তাদেরই পুরনো ভিডিও নতুন করে শেয়ার করছেন আবার। বিরোধী দল হিসেবে বারবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি। কিন্তু এখন বারবার মূল্যবৃদ্ধি হয়ে চলেছে তাদের আমলেই। যার জেরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছে মোদির পুরনো ভিডিওই। অবশ্য কেন্দ্র সরকারের মতে পেট্রোপণ্যের দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির উপরে। তাই এতে সরকারের তেমন কিছু করার নেই।

এই মুহূর্তে, লিটার প্রতি পেট্রলে সরকারি কর রয়েছে ২৩ টাকা ৮৭ পয়সা। লিটার প্রতি ডিজেলের কর ২৮ টাকা ৩৭ পয়সা। অনেক বিজেপি প্রতিনিধির বক্তব্য, জিএসটি লাগু হলে অনেকটাই কমতে পারে পেট্রোল এবং ডিজেলের দাম। এখন আগামী দিনে জনতার নাভিশ্বাস আদৌ কমবে কিনা দিকেই নজর থাকবে সকলের।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর