এক সপ্তাহে এই নিয়ে ৬ বার বাড়ল পেট্রোল ডিজেলের দাম, মাথায় হাত মধ্যবিত্তের

বাংলাহান্ট ডেস্ক : সোমবার আবারও বাড়ছে পেট্রোল এবং ডিজেলের দাম৷ এক সপ্তাহের মধ্যে ছয় বার দাম বাড়ার ফলে পেট্রোল এবং ডিজেলের দাম গত সপ্তাহের থেকে লিটারপিছু বেড়েছে ৪ টাকা এবং ৪.১০ টাকা। দীর্ঘ চার মাস তেলের দাম পরিবর্তন স্থগিত থাকার পর এটি ষষ্ঠ মূল্যবৃদ্ধি। সোমবার পেট্রোল এবং ডিজেলে লিটার প্রতি ৩০ পয়সা এবং ৩৫ পয়সা দাম বৃদ্ধির পর দিল্লিতে পেট্রোল এবং ডিজেলের প্রতি লিটারে দাম হয়ে দাঁড়িয়েছে ৯৯.৪১ টাকা এবং ৯০.৭২ টাকা। দাম বেড়েছে মুম্বাইতেও। সর্বশেষ মূল্যবৃদ্ধিতে মুম্বাইতে পেট্রোল এবং ডিজেলের দাম ৩১ পয়সা এবং ৩৭ পয়সা বেড়ে হয়ে দাঁড়িয়েছে ১১৪.১৯ টাকা এবং ৯৮.৫০ টাকা।

দাম পরিবর্তনের পর কলকাতায় এখন লিটার প্রতি পেট্রোল এবং ডিজেলের জন্য গুনতে হবে ১০৮.৮৫ টাকা এবং ৯৩.৯২ টাকা। অন্যদিকে চেন্নাইতে জ্বালানি তেলের দাম যথাক্রমে ১০৫.১৮ টাকা এবং ৯৫.৩৩ টাকা। আবার ব্যাঙ্গালুরুতে পেট্রোলের দান ১০৪.৭৮ টাকা এবং ডিজেলের দাম ৮৯.০২ টাকা।

উত্তরপ্রদেশ,পাঞ্জাব প্রভৃতি রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের কারণে গত ৪ নভেম্বর থেকেই কোনও পরিবর্তন হয়নি জ্বালানি তেল অর্থাৎ পেট্রোল ডিজেলের দামে। কিন্তু এই সময়ের মধ্যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু বেড়েছে প্রায় ৩০ মার্কিন ডলার। তার পর এই বিষয়টি একপ্রকার নিশ্চিতই ছিল যে ১০ মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বাড়তে চলেছে তেলের দাম। যদিও ফলাফল ঘোষণার পরই বেশ কিছু কারণে সপ্তাহখানেক স্থগিত রাখা হয়েছিল এই মূল্যবৃদ্ধি।

ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যে তেল নিয়ে বেশ কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছিল আগেই। ইতিমধ্যেই চিন জানিয়েছে যে তারা বেশ কিছুদিনের জন্য সাংহাই শহরে লকডাউন করতে চলেছে। ফলে অপরিশোধিত তেলের দাম সোমবার নেমে গিয়েছে ৪ ডলারে। যার জেরেই ভারতের তেলের দামে এই প্রভাব বলেও মতামত বিশেষজ্ঞদের।

একনজরে দেখে নেওয়া যাক ২৮ মার্চ, কোথাও তেলের দাম কত

দিল্লী
পেট্রোল – প্রতি লিটার ৯৯.৮১ টাকা
ডিজেল – প্রতি লিটার ৯০.৭২ টাকা

মুম্বাই
পেট্রোল – প্রতি লিটার ১১৪.১৯ টাকা
ডিজেল – প্রতি লিটার ৯৮.৫০ টাকা

চেন্নাই
পেট্রোল – প্রতি লিটার.১০৫.১৮ টাকা
ডিজেল – প্রতি লিটার ৯৫.৩৩ টাকা

কলকাতা
পেট্রোল – প্রতি লিটার ১০৮.৮৫ টাকা
ডিজেল – প্রতি লিটার ৯৩.৯২টাকা

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর