দেউলিয়া হয়ে গিয়েছে তবুও শিক্ষা নেই! শ্রীলঙ্কায় এখনও পেট্রোল বিক্রি হচ্ছে ভারতের থেকে কম দামে

বাংলা হান্ট ডেস্ক: দেশে পেট্রোল ও ডিজেলের উর্ধ্বমুখী দাম জনসাধারণের জন্য অত্যন্ত ক্ষতিকর। এমনকি, আমাদের দেশেও এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায়, একটি অবাক করা তথ্য এবার সামনে এসেছে। জানা গিয়েছে যে, চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি হয়েও ভারতের তুলনায় শ্রীলঙ্কায় সস্তায় পেট্রোল বিক্রি হচ্ছে। এমনকি, শ্রীলঙ্কা ভারত থেকে এই পেট্রোল নিয়ে ভারতের চেয়েই কম দামে বিক্রি করছে। তবে, শুধু শ্রীলঙ্কাই নয়, বরং ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশও ভারতের চেয়ে কম দামে পেট্রোল বিক্রি করছে। মূলত, পেট্রোলের দাম সম্পর্কিত এই তথ্য সামনে নিয়ে এসেছে ব্যাঙ্ক অফ বরোদা।

গভর্নমেন্ট ব্যাঙ্ক তৈরি করেছে গবেষনাপত্র:
জানা গিয়েছে যে, দেশের অন্যতম সরকারি ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা তার গবেষণাপত্রে মাথাপিছু আয় সহ ৯ মে পর্যন্ত বিভিন্ন দেশে পেট্রোলের দামের উপর একটি সমীক্ষাপত্র তৈরি করেছে। পাশাপাশি, এতে মোট ১০৬ টি দেশের ওপর গবেষণা করা হয়েছে। মূলত, এই গবেষণায় বিশ্বের দেশগুলিতে পেট্রোলের দাম ডলারে রূপান্তরিত করা হয়েছে, যাতে সামগ্রিক চিত্র উঠে আসে।

এই রিপোর্ট অনুযায়ী, ভারতে পেট্রোলের দাম হল প্রতি লিটারে ১.৩৫ ডলার। যদি ১০৬ টি দেশের তালিকায় দেখা যায়, তাহলে ভারত ৪২ তম স্থানে রয়েছে। অর্থাৎ, ভারতের থেকেও দামি পেট্রোল বিক্রি হচ্ছে ৪১ টি দেশে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, যেসব দেশে পেট্রোল ভারতের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে, তাদের বেশিরভাগ ক্ষেত্রে মাথাপিছু আয় ভারতের চেয়ে বেশি। এই কারণেই দামি পেট্রোল সেসব দেশের মানুষকে খুব একটা বিরক্ত করছে না। এখন জেনে নিন ঠিক কোন কোন দেশে ভারতের থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল।

এই ধনী দেশগুলিতে পেট্রোলের দাম ভারতের চেয়ে বেশি:
মূলত, হংকং, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, গ্রীস, ফ্রান্স, পর্তুগাল এবং নরওয়ের মত দেশগুলিতে ভারতের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে পেট্রোল। এই দেশগুলিতে প্রতি লিটার পেট্রোলের দাম প্রায় ২ ডলার। তবে, এই সব দেশে ভারতের তুলনায় মাথাপিছু আয়ের হারও অনেক বেশি।

জেনে নিন কোন কোন দেশে ভারতের চেয়ে কম দামে পেট্রোল বিক্রি হচ্ছে:
ভারতের চেয়ে কম দামে পেট্রোল বিক্রি হচ্ছে বিশ্বের একাধিক দেশে। চিন, ব্রাজিল, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, কেনিয়া, ইউক্রেন, বাংলাদেশ, নেপাল এবং ভেনিজুয়েলার মতো দেশগুলি এই তালিকায় রয়েছে। যদিও এই দেশগুলির মধ্যে কয়েকটি প্রধান তেল উৎপাদনকারী দেশও রয়েছে। যার কারণে তাদের দেশে ভারতের তুলনায় পেট্রোল সস্তা। পাশাপাশি, অস্ট্রেলিয়া, তুরস্ক, দক্ষিণ কোরিয়া এবং ফিলিপাইনের মত দেশগুলিতে পেট্রোলের দাম ভারতের সমান।

মাথাপিছু আয়ের কারণে এই প্রভাব:
সংশ্লিষ্ট রিপোর্টে বলা হয়েছে যে, যেসব দেশে মাথাপিছু আয় বেশি, সেসব ক্ষেত্রে অধিকাংশ দেশে পেট্রোলের দামও বেশি। এমতাবস্থায়, ওইসব দেশের মানুষকে প্রভাবিত করছেনা দাম। অন্যদিকে ভারতে, যেখানে মাথাপিছু আয় এখনও অনেক কম, সেখানে পেট্রোলের মূল্যবৃদ্ধিতে জর্জরিত সকলে।

এই রিপোর্ট অনুযায়ী, যদি ফিলিপাইনের উদাহরণ নেওয়া হয়, তাহলে সেখানে পেট্রোলের দাম ভারতের সমান। কিন্তু, ভারতের তুলনায় ফিলিপাইনে মাথাপিছু আয় ৫০ শতাংশেরও বেশি। এমতাবস্থায়, সেখানে পেট্রোলের দাম নিয়ে চিন্তিত নন জনসাধারণ। অন্যদিকে নিম্ন আয়ের দেশগুলির দিকে তাকালে দেখা যায়, কেনিয়া, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও ভেনিজুয়েলায় পেট্রোলের দাম ভারতের চেয়ে কম।

জেনে নিন শ্রীলঙ্কায় কত দামে পেট্রোল বিক্রি হচ্ছে:
বাংলাদেশে এখন পেট্রোলের দাম প্রতি লিটারে ১.০৫ ডলার, পাকিস্তানে ৭৭ সেন্ট এবং শ্রীলঙ্কায় ৬৭ সেন্ট। অপরদিকে, বিশ্বের সবচেয়ে দামি পেট্রোল বিক্রি হচ্ছে হংকংয়ে। সেখানে পেট্রোলের দাম প্রতি লিটার ২.৫৮ ডলার। এছাড়াও, মালয়েশিয়ায় সবচেয়ে সস্তা পেট্রোল বিক্রি হচ্ছে। সেখানে এটির দাম প্রতি লিটারে ৪৭ সেন্ট।

Price,Price Hike,Petrol,India,bank of baroda,Research,Other Countries,National,International,Sri Lanka

বাকি দেশগুলিতে পেট্রোলের দাম:
জার্মানিতে পেট্রোলের দাম হল প্রতি লিটারে ২.২৯ ডলার, ইতালিতে ২.২৮ ডলার, ফ্রান্সে ২.০৭ ডলার, ইসরায়েলে ১.৯৬ ডলার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরে প্রতি লিটারে দাম ১.৮৭ ডলার, নিউজিল্যান্ডে প্রতি লিটারে দাম ১.৭৫ ডলার। একই সময়ে, ভারত ও তুরস্কে পেট্রোলের দাম প্রতি লিটারে ১.৩৫ ডলার। এছাড়াও, জাপানে পেট্রোলের দাম প্রতি লিটারে ১.২৫ ডলার। চিনে এই দাম কিছুটা কম। সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ১.২১ ডলার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর