ফের অগ্নিমূল্য পেট্রো পণ্য।

 

বাংলা হান্ট ডেস্ক:মানুষের রোজকার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ উপকরন হল পেট্রো পণ্য। রোজকার অফিস যাত্রা হোক কিংবা অন্য কোনো কাজ। পেট্রোল একটি গুরুত্বপূর্ণ অংশ মানুষের রোজনামচা তে। সেই পেট্রো পণ্যের দামে আবার আঘাত। সপ্তাহের তৃতীয় দিনে আবার এক ধাক্কায় বাড়লো পেট্রো পণ্যের দাম। গোটা দেশের সব রাজ্যেই পেট্রোল-ডিজেলের দামের আবার চড়াই হলো।কলকাতা ও দিল্লিতে পেট্রোল লিটার প্রতি ২৫ পয়সা ও ডিজেল ২৪ পয়সা বেড়েছে ৷ দাম বাড়ার পরে কলকাতায় লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের নতুন দাম হয়েছে ৷ এক লিটার পেট্রোলের দাম হয়েছে ৭৫.১৪ টাকা ও ডিজেল ৬৮.২৩ টাকা । বোঝাই যাচ্ছে কতটা বৃদ্ধি ঘটেছে দামের।

IMG 20190918 115053

কলকাতা-দিল্লি শুধু না, তার পাশাপাশি দেশের বাকি ২ মেট্রোতেও, অর্থাৎ মুম্বাই ও চেন্নাই তে পাল্লা দিয়ে বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম ৷ মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৫ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে ২৬ পয়সা করে।দাম বাড়া পরে দেশের রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ৭২.৪২ টাকা ও ডিজেল ৬৫.৮২ টাকা হয়েছে ৷মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম ৭৮.১০ টাকা ও ৬৯.০৪ টাকা ডিজেলের দাম হয়েছে ৷ একলাফে অনেকটাই বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম ফলে রীতিমত চাপে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের। এতটা দাম বৃদ্ধিতে রীতিমত মাথায় হাত পড়েছে তাদের।পুরো দেশ জুড়ে এখন অগ্নিমূল্য পেট্রোল।পুজোর আগেই এমন একটা ধাক্কায় অন্যান্য শহ ত বটেই, বাঙালিদের মাথায় হাত পড়েছে। পুজোর সময় নিজের গাড়ি টিকে নিয়ে ঠাকুর দেখতে বেরোনোর বিষয় আরো একবার ভাবনা চিন্তা শুরু হয়েছে বাঙালিদের।

 

সম্পর্কিত খবর