কল করার জন্য একাধিক ফোন নম্বর ব্যবহার করছেন, জানুন কোনটা আধার সাথে লিঙ্ক!

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সকল ভারতীয়দের কাছে পরিচয়পত্রর জন্য সবার আগে প্রয়োজন আধার কার্ড (Aadhaar Card)। কিন্তু অনেকেই আছেন যারা আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর যুক্ত রয়েছে সেকথা অনেকসময় ভুলে যান। আবার কর্মসূত্রে একাধিক মোবাইল নম্বর ব্যবহার করে থাকেন। আর এর ফলে এমন হওয়াটা স্বাভাবিক। কিন্তু ভুলে যাওয়ার কারণে আধার আপডেট করতে গিয়ে কিংবা আধার সংক্রান্ত কোন কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়। এই সমস্যা থেকে রেহাই পাবেন কি করে?

আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে কোন ফোন নম্বর যুক্ত রয়েছে জানবেন কি করে?

আপনি যদি একাধিক ফোন নম্বর ব্যবহার করে থাকেন, তাহলেও চিন্তামুক্ত থাকুন। বিশেষ কিছু পথ রয়েছে যার মাধ্যমে জানা যাবে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নম্বর যুক্ত রয়েছে। আর তা জানা যাবে অনলাইনের মাধ্যমে। আধার কার্ডের (Aadhaar Card) ওয়েবসাইট থেকেই এই তথ্যের বিস্তারিত জেনে নিতে পারবেন।

How to check which phone number is add with Aadhaar Card

আধার কার্ডের ওয়েবসাইটে গিয়ে জেনে নিন এই বিষয়ে: প্রথমে আধার কার্ড (Aadhaar Card) ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখান থেকে “মাই আধার সেকশন”-এ গিয়ে আধার সার্ভিসে ক্লিক করতে হবে। সেখানে গেলেই দেখতে পাবেন ইমেল এবং মোবাইল নম্বর ভ্যারিফিকেশন করার অপশন রয়েছে। এমনকি স্ক্রিনে খুলে যাবে নতুন একটি পেজ। সেই পেজে লেখা থাকবে ভ্যারিফাই মোবাইল নম্বর। মোবাইল নম্বর ভ্যারিফাই করার জন্য আপনার আধার কার্ডের ১২ সংখ্যার ডিজিটটি দিতে হবে। এর সঙ্গে একটা ক্যাপচা থাকবে তাও দিতে হবে।

আরও পড়ুনঃ এবার বাজারে আসছে ৫০০০ টাকার নোট? RBI দিল বড় আপডেট, জেনে নিন ভিতরের খবর

এরপরই আপনি দেখতে পারবেন আপনার আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে ব্যবহৃত নম্বরটি ভ্যারিফাই করা আছে কিনা। আর যদি ভ্যারিফাই না করা থাকে কিংবা অন্য কোনো নম্বর দেওয়া থাকে, সেই বিষয়ও জানতে পারবেন। এই ভাবেই জানা যায় আপনার মোবাইল নম্বর আদৌ আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে কি না।

আরও পড়ুনঃ মূলে জমি-জট! বাংলায় থমকে ২০টি ন্যাশনাল হাইওয়ের কাজ! এবার মমতাকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর

অফলাইনেও জানতে পারবেন এই বিষয়ে: আপনি যদি অনলাইনে এই বিষয় সম্বন্ধে না জেনে থাকেন তাহলে অফলাইনেও এই সম্পর্কে জানার ব্যবস্থা রয়েছে। আর তার জন্য আপনাকে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে। সেখানে থাকা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আপনার এই সমস্যার সমাধান করে দেবেন। অবশ্যই তার জন্য প্রয়োজন আপনার আধার কার্ডের (Aadhaar Card) নম্বর এবং মোবাইল নম্বর। যদি কোন সমস্যা থেকে থাকে তাও জানতে পারবেন। তাহলে জেনে নিলেন এরপর থেকে আর কোনো সমস্যায় পড়তে হবে না।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর