ফুলকি-পর্ণার জোড়া ধামাকা! এবার পালা সবার মুখোশ খোলার, উত্তেজনায় লাফাচ্ছেন দর্শক 

বাংলা হান্ট ডেস্ক : দর্শকদের চমক দিতে এবার দোনলা ধামাকা প্রোমো নিয়ে হাজির ফুলকি-পর্ণা (Phulki-Parna)। বাঙালির বিনোদনের ডেলি ডোজ মানেই মেগা সিরিয়াল। তাই প্রত্যেকদিন পছন্দের সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় বাংলা সিরিয়ালের দর্শকদের। এই মুহূর্তে জি বাংলার পর্দায় সম্প্রচারিত দর্শকদের অত্যন্ত পছন্দের দু’দুটি মেগা সিরিয়াল হল ‘ফুলকি’ এবং ‘নিম ফুলের মধু’। এই দুই ধারাবাহিকের সম্প্রচারের সময়ও একেবারে পাশাপাশি। সিরিয়ালে ফুলকি-পর্ণা (Phulki-Parna) দুজনেই অত্যন্ত অত সাহসী এবং বাস্তববাদী।

ফুলকি-পর্ণার (Phulki-Parna) জোড়া ধামাকা

পরিবারের বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়ে তাঁর।  আর সৎ পথে থেকে সব সময় বিপদের মোকাবেলা করে জয়ীও হয়। আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার  টিআরপি তালিকা সামনে আসার ঠিক আগের দিনে অর্থাৎ আজ বুধবারে প্রকাশ্যে এলো এই দুই মেগা সিরিয়ালের ধামাকা প্রোমো (New Promo)। আগামী দিনে ‘ফুলকি’ এবং ‘নিম ফুলের মধু’ (Phulki-Parna) সিরিয়ালের দর্শকদের জন্য অপেক্ষা করছে জোড়া ধামাকা।

ফুলকির ধামাকা প্রোমো

প্রকাশ্যে আসা এই  নতুন প্রোমোতে  প্রথমেই দেখা যাচ্ছে, বিধায়ক রুদ্রর উদ্বোধন করা সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। যার ফলে আহত হয়েছেন পিয়াল সহ পথ চলতি বহু মানুষ। কিন্তু এই ঘটনার জন্য ফুলকির (Phulki-Parna) সন্দেহ হয়  রুদ্রকে। তাই এবার সরাসরি নিজের সন্দেহের কথা জানিয়ে ফুলকি চ্যালেঞ্জ করে রুদ্রকে। রুদ্রর মুখোমুখি হয়ে ফুলকি প্রতিজ্ঞা করে সে রুদ্রের মুখোশ টেনে খুলে ফেলবে।

ফুলকির (Phulki-Parna) এই নতুন প্রোমো দেখে দারুন খুশি হয়েছেন অনুরাগীরাও। এই প্রোমো দেখে ফুলকির প্রশংসা করে এক দর্শক লিখেছেন, ‘এখন ফুলকি টা খুব ভালো হচ্ছে।  ভীষণ পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে। রোহিত-ফুলকি মুহূর্ত-ও দেখতে পাওয়া যায়। আর রুদ্রর মুখোশ খোলার ব্যাপার টা তো অবশ্যই দারুণ হবে।’

আরও পড়ুন : ‘মহিলারা যার কাছে নিরাপদ…’, জন্মদিনে স্বামী স্বর্ণেন্দুকে কি উপহার দিলেন শ্রুতি?

নিম ফুলের মধুর ধামাকা প্রোমো 

এছাড়া এদিন নিম ফুলের মধুর প্রোমোতে দেখা যাচ্ছে, নববধূর সাজে সেজে থাকা সুইটিকে পুলিশের সামনেই কষিয়ে চড় মারে দত্তবাড়ি জিনিয়াস বৌমা পর্ণা। নিম ফুলের মধুর এই প্রমোতে দেখা যাচ্ছে চারিদিকে পুলিশ আর সাংবাদিকদের ভিড়। সেই সাথে জড়ো হয়েছেন প্রচুর লোকজন। এদিন পর্ণা সুইটিকে চড় মারার পর ধমক দিয়ে জানায়, ‘তোমার মত একটা মেয়ের জন্য আমি সৃজনের থেকে দূরে চলে যাচ্ছিলাম? ফ্রড কোথাকার !’

এরপর পর্ণনা সুইটিকে সোজা পুলিশের হাতে তুলে দিয়ে বলে, ‘ইন্সপেক্টর নিয়ে যান ওকে।’ তবে পর্ণার হাতে চর খেয়ে পুলিশের কাছে ধরা পড়ার পর সুইটি  যেতে যেতে বলে যায় আমি একা নই আরও অনেকে জড়িত আছে। অন্যদিকে সুইটির মুখে একথা শুনে ততক্ষণে ভয়ে মুখ কাঁচুমাচু হয়ে গিয়েছে  অয়ন-মৌমিতার। আর সবার সামনে দাঁড়িয়ে এদিন পর্ণা প্রতিজ্ঞা করে ‘একে একে সবার মুখোশ খোলা হবে’। পর্ণার  কথা শুনে ততক্ষণে ভয়ে হাত পা কাঁপতে শুরু করে অয়ন মৌমিতার। এখন দেখার আগামী দিনে নিম ফুলের মধুতে দর্শকদের জন্য নতুন কোন চম  আসছে?  তবে এতদিন পর নিম ফুলের মধু প্রোমো  দেখে দর্শকরা লিখেছেন, ‘নিশ্চয়ই স্লট হারিয়েছে তাই, প্রোমো দিয়েছে।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর