পঙ্গু তবে ভিখারি নয়! হাতে টানা গাড়ি চালিয়ে খাবার ডেলিভারি Zomato কর্মীর! ভিডিও দেখে কুর্নিশ ভারতের

বাংলাহান্ট ডেস্ক : ডেলিভারি বয়। এই নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কাঁধে পাহাড় সমান বোঝা নিয়ে সর্বদা ব্যস্ত কোন পুরুষ বা মহিলাকে। শহরের বুক চিঁড়ে তারা দ্রুততার সাথে গ্রাহকদের দরজায় পৌঁছে দেন পণ্য। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে মোবাইল হ্যান্ডসেট, ওষুধপত্র থেকে জিভে জল আনা খাবার, মোবাইলের এক ক্লিকে গ্রাহক অর্ডার করলেই সময় মত ডেলিভারি বয়কে সেই জিনিস পৌঁছে দিতে হবে গ্রাহকের হাতে। অতীত দিনের “রানার”রাই যেন হয়ে উঠেছেন আজকের দিনের “ডেলিভারি বয়।”

   

কিন্তু এই ডেলিভারি বয়দের মধ্যেও মাঝে মাঝে এমন কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায় যা আমাদের চোখে জল এনে দিতে বাধ্য। কখনো কখনো সেই সব ডেলিভারি বয় বা গার্লদের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তেমনি এক ডেলিভারি বয়ের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ছড়িয়ে পড়তে বহু মানুষ ডেলিভারি বয়টিকে কুর্নিশ জানিয়েছেন।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে জমাটোর লোগোযুক্ত টি শার্ট পড়া এক যুবক রাস্তা দিয়ে প্রতিবন্ধী চেয়ারে করে কাজে যাচ্ছেন। তার চেয়ারের পেছনে রয়েছে জমাটোর ডেলিভারি ব্যাগ। মাঝে মাঝে ফোন তুলে কথাও বলছেন গ্রাহকের সাথে। তার পোশাক-আশাক দেখে স্পষ্ট যে তিনি খাবার সরবরাহকারী সংস্থা জমাটোর একজন ডেলিভারি বয়। তার এই কাজের ভিডিওটি পথ চলতি এক বাইকআরোহী তার মুঠোফোনে বন্দি করেন।

এক ব্যবহারকারী এই ভিডিওতে লিখেছেন প্রণাম জানাই তোমায়। আবার এক ব্যবহারকারী ডেলিভারি বয় এর উদ্দেশ্যে লিখেছেন যে তোমার থেকে অনেক কিছু শিখলাম। এরকমই অজস্র কমেন্টের মাধ্যমে ডেলিভারি বয়ের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর