বিদ্যুৎচালিত হতে চলেছে ভরতীয় রেল, ২০২৪ সালে মিলতে চলেছে বড় চমক

রেলের পরি ষেবা আগের তুলনায় অনেক ভালো আজকাল অনেক ভালো হয়ে গেছে। রেলের সুবিধার পাশাপাশি রেলের ব্যবস্থাও উন্নত হয়েছে। তার ফলস্বরুপ সাধারন মানুষ এখন রেল নিয়ে আগের থেকে একটু বেশি আশাবাদী। রেলের ব্যবস্থা সাধারন মানুষ এর কথা মাথায় রেখে আগের  থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে।

   

তাই এইবার ২০২৪ সালে মিলতে চলেছে নতুন চমক। ডিজেল লোকোমোটিভ ইতিমধ্যেই ধীরে ধীরে পরিষবার বাইরে চলে  যাওয়ার কারনে ২০২৪ সালে ভারতীয় রেল ১০০ শতাংশ বিদ্যুৎচালিত হতে চলেছে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল সোমবার জানিয়েছেন এই কথা। গত২৬ এবং ২৭শে জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট জেওর বলসোনারোর আসেন এই সভায়।

 

বলসোনারোর এবং অন্যান্য মন্ত্রীরা ভারতীয় এবং ব্র্যাজিলিও ব্যবসায়ী ভারত-ব্র্যাজিল বিজনেস ফোরামে রেল মন্ত্রী  পিযূষ গোয়েল বলেছেন, ” ২০২৪ সালের মধ্যে পুরোপুরি ১০০% ট্রেনই চলবে বিদ্যুতের দ্বারা।এটাই হবে বিশ্বে প্রথম কোনও রেলওয়ে নেটওয়ার্ক যা পুরোপুরি বিদ্যুতের দ্বারা চালিত হবে। আমরা খুবই সচেতন আমাদের পরিবেশের প্রতি দায়িত্বশীলতার ক্ষেত্রে। আমারা এখন রেলের নেটওয়ার্ককে দ্রুত বিদ্যুতায়ন করছি।” এর আগে আমরা দেখেছি এবার থেকে রেলে মিলতে চলেছে অবাধ নেট ব্যুবস্থা। কারন অনেক মানুষ আমাদের দেশে একা একা রেলের মাধ্যমে ভ্রমন করে থাকেন। তারা একা ভ্রমন করার পাশাপাশি তাদের ফোনে নেটের অবস্থাও খারাপ তাকে , কিন্তু এবার থেকে আর সেই সমস্যা থকবে না।

কারন রেলের মধ্যে মিলবে আনলিমিটেড নেট । আর এইসব চ্ছাড়াও এবার মিলতে চলেছে নতুন ব্যবস্থা। এছাড়াও ২০৩০ সালের মধ্যে রেলের নেটওয়ার্ককে একেবারে নেট-জিরো এমিশন নেটওয়ার্ক করার ইচ্ছে রয়েছে রেল মন্ত্রীর । অর্থাত্‍ ২০৩০ সালের মধ্যে রেল থেকে কোনও ধোয়া নির্গত হবে না। সব মিলিয়ে একটা বড় চেঞ্জ আসতে চলেছে। আর ভারতীয়দের ক্ষেত্রেও মিলতে চলেছে বিশেষ সুবিধা।

সম্পর্কিত খবর