পুজো কমিটিকে ২৫৮ কোটির অনুদান! রাজ্যের ‘অভূতপূর্ব’ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের মামলা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্য সরকারের হাতে যথোপযুক্ত টাকা নেই; কেন্দ্র বকেয়া দেওয়া বন্ধ করে দিয়েছে। ঋণের দায় এক প্রকার জর্জরিত অবস্থা বাংলার। এর মাঝেই আবার সরকারি কর্মচারীদেরও প্রাপ্য ডিএ প্রদান করতে পারছে না তৃণমূল সরকার। বর্তমানে এ চিত্র একপ্রকার চেনা হয়ে গিয়েছে সকলের! একইসঙ্গে, সাম্প্রতিক সময়ে উঠে চলেছে একের পর এক দুর্নীতি মামলা। তবে সবকিছুকে উপেক্ষা করেই সম্প্রতি বাংলায় মোট ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিদ্যুত ক্ষেত্রেও একাধিক ছাড়ের ঘোষণা করেন তিনি আর এবার সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের করা হলো একটি জনস্বার্থ মামলা। পুজো কমিটিগুলিকে বিপুল পরিমাণ টাকা দেওয়ার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে।

সূত্রের খবর, সরকারের বিরুদ্ধে বর্তমানে মামলা দায়ের করেছে আইনজীবীদের একটি সংগঠন। আগামী শুক্রবার এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত দুই বছর রাজ্যের সকল পুজো কমিটিগুলিকে পঞ্চাশ হাজার টাকা করে প্রদান করে রাজ্য সরকার। তবে এ বছর সেই অঙ্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার। একই সঙ্গে বিদ্যুৎ ক্ষেত্র ৬০ শতাংশ ছাড়ের অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। এরপর থেকেই সরকারের এই সিদ্ধান্তকে একপ্রকার তুলোধোনা করে ছেড়েছে বিরোধীরা। যে মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের কাছে টাকা এক প্রকার নেই বলেই দাবি করা হচ্ছে, সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে পারছে না তারা, সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রতি পূজো কমিটি পিছু এত বিপুল পরিমাণ অর্থ কেন দেওয়া হচ্ছে, সে প্রসঙ্গে প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীরা।

all india trinamool congress,durga puja,mamata banerjee,west bengal,bjp,calcutta high court

পরিসংখ্যান অনুযায়ী, মোট ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে যদি দেওয়া হয়, তবে মোট টাকার পরিমান দাঁড়ায় ২৫৮ কোটি টাকা আর এক্ষেত্রেই উঠে এসেছে সরকারি কর্মচারীদের ‘বকেয়া ডিএ’ প্রসঙ্গ। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কটাক্ষ করে বিজেপি নেতা শমিক ভট্টাচার্য বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত দিশাহীন। যে মুহূর্তে দাঁড়িয়ে সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না, ঋণের দায় জর্জরিত অবস্থা রাজ্যের, তখন এত কোটি টাকা অনুদানের কোন মানে হয় না।” একইভাবে অন্যান্য দলগুলি তৃণমূল কংগ্রেসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আর এবার অবশেষে কলকাতা হাইকোর্টে দায়ের করা হলো জনস্বার্থ মামলা। পরবর্তীতে অবশ্য আদালত কি রায় দেয়, সেদিকে তাকিয়ে সকলে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর