বদলে গেল ব্যন্ডেল স্টেশনের সমস্ত প্লাটফর্মের নম্বর! ফের ভোগান্তির আশঙ্কা যাত্রীদের

বাংলা হান্ট ডেস্ক : বিগত ১৫ দিন ধরে ইন্টারলকিংয়ের কাজ চলছে ব্যান্ডেল স্টেশনে। এতদিন ধরে সকাল ১১টা থেকে দুপুর ৩টে অবধি থাকত সমস্ত ট্রেনের চলাচল বন্ধ। তবে, আজ থেকে আগামী ৭২ ঘণ্টা সোজা কথায় ২৭, ২৮, ২৯ মে পরপর তিনদিন ব্যান্ডেল স্টেশনে সমস্ত ট্রেন চলাচলই বন্ধ থাকবে।

আর এরই মধ্যে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্যান্ডেল স্টেশনের জন্য। জানা যাচ্ছে যে, এবার ব্যান্ডেল স্টেশনের সমস্ত প্ল্যাটফর্মের নম্বরই বদলে যাচ্ছে। প্লাটফর্মের নম্বর পরিবর্তন হচ্ছে ব্যান্ডেল স্টেশনের। আজ স্টেশন মাস্টারের তরফ থেকে একটা নোটিশ জারি করে সর্ব সাধারণকে এই বিষয়ে জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে ৩১মে ২০২২ থেকে প্লাটফর্মের নতুন নম্বরগুলি ব্যবহৃত হবে। জেনে নেওয়া যাক, কোন প্লাটফর্মের নতুন কি নম্বর হয়েছে।

১বি থেকে ০১
১এ থেকে ০২
০১ থেকে ০৩
০২ থেকে ০৪
০৩ থেকে ০৫
০৪ থেকে ০৭
০৫ থেকে ০৬

ভারতীয় রেলে তরফ থেকে যাত্রী সাধারনকে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন ৩১মে ২০২২ এই নিয়ম মেনে চলেন।

একদিকে ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে যাত্রীরা। এবার নতুন স্টেশনের নম্বর নিয়েও যাত্রী ভোগান্তি হবে বলে মত বিশেষজ্ঞদের। যাত্রীদের কথায়, এতদিন ধরে যেই নম্বর অনুযায়ী প্ল্যাটফর্মগুলোকে চিনতাম, সেগুলো বদলে যাচ্ছে। এটা ধাতস্থ হতে বহুদিন সময় লেগে যাবে। যতদিন না পুরোপুরি মুখস্ত হচ্ছে, ততদিন ঝক্কি পোহাতে হবেই।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর