এই ৩ জন ভারতীয় ক্রিকেটার মনে করেন বিরাট কোহলিই শেষ করেছেন তাদের আন্তর্জাতিক কেরিয়ার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) অধিনায়ক হিসেবে কোনও বড় আইসিসি ট্রফি জিততে পারেননি ঠিকই, কিন্তু তাকে অধিনায়ক হিসেবে ব্যর্থ বলতে চান না কেউই। বিশেষ করে টেস্ট ফরম্যাটে তিনি অধিনায়ক হিসেবে অত্যন্ত সফল। সেই সঙ্গে বেশ কিছু তারকা ক্রিকেটার তার অধিনায়ক হতে ভারতীয় দলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। কিন্তু ভারতীয় ক্রিকেটে তিনি এমন তারকা রয়েছে ছাড়া হয়তো মনে মনে আজও ভাবেন যে বিরাট কোহলি তাদেরকে যদি আরও একটু বেশি সুযোগ দিতেন, তাহলে তাদের আন্তর্জাতিক কেরিয়ারটা সুন্দর হতে পারতো এমন দিন তারকাকে নিয়েই আজকের এই প্রতিবেদন।

● টি নটরাজন: আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটের ভালো পারফরম্যান্স করে নটরাজনের উত্থান ঘটেছিল। ২০২০-২১ মরশুমের ঐতিহাসিক বর্ডার-গাভাস্কার ট্রফির একটি টেস্ট ম্যাচ খেলে তিনটি উইকেট নিয়েছিলেন তিনি। ওডিআইও টি-টোয়েন্টি মিলিয়ে ভারতীয় দলের জার্সিতে আরও ছয়টি ম্যাচ খেলে দশটি উইকেট নেওয়া নটরাজন সালের মার্চ মাসের পর থেকে আর ভারতীয় দলের সুযোগ পাননি। অনেকেই মনে করেন যে তার মতো বাঁ-হাতি পেসারকে বিরাট কোহলি যদি আরো বেশি সুযোগ দিতেন তাহলে সেটা ভারতীয় দলের পক্ষেই ভালো হতো।

● রাহুল চাহার: বহুদিন ধরে ভালো পারফরম্যান্স করার পর ২০২১ সালে ভারতীয় দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে তাকে নেওয়া হয়েছিল। কিন্তু কোহলির অধিনায়ক থাকার সময় তিনি বেশি খেলার সুযোগ পাননি। আপাতত তিনি ভারতীয় দলের পরিকল্পনায় নেই। তিনি ভারতের জার্সিতে একটি মাত্র ওডিআই ম্যাচ খেলে তিনটি উইকেট নিয়েছেন এবং ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে সাতটি উইকেট নিয়েছেন। অনেকে বিশ্বাস করেন কখনোই অধিনায় থাকার সময় যদি তাকে একটু বেশি সুযোগ দেওয়া হতো তাহলে ভারতীয় দল একজন নির্ভরযোগ্য লেগস্পিনার পেতে পারতো

● যুবরাজ সিং: কিংবদন্তি এই ভারতীয় তারকা ২০১৭ সালে কোহলির অধিনায়কত্বে নিজের শেষ টি-টোয়েন্টি এবং শেষ ওডিআই ম্যাচটি খেলেন। ওই দুটি ম্যাচেই বড় রান না পেলেও ভালো ব্যাটিং করেছিলেন তিনি। কিন্তু এরপর তাকে আর ভারতীয় দলে ডাকা হয়নি। এই নিয়ে তার মনে ক্ষোভও থাকতে পারে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর