দেশের হয়ে খেলার চেয়েও আইপিএল খেলা অনেক কঠিন, মুরলীধরন

বাংলাহান্ট ডেস্কঃ শ্রীলংকার কিংবদন্তি অফস্পিনার মুথাইয়া মুরলীধরন মনে করেন দেশের হয়ে খেলার থেকেও আইপিএল খেলা বেশি কঠিন। এইদিন ভারতীয় অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন এর সাথে কথোপকথন চলছিল শ্রীলঙ্কা কিংবদন্তি অফ স্পিনার মুথাইয়া মুরলীধরনের। সেই সময় মুরলীধরন দাবি করেন যে, “দেশের হয়ে খেলার থেকেও আইপিএল খেলা বেশি কঠিন।”

টেস্ট ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেট দুই ধরনের ফরম্যাটেই বিশ্বের সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী বোলার হচ্ছেন এই কিংবদন্তি শ্রীলঙ্কান স্পিনার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন মুরলিধরন। মুরলীধরন বলেছেন অন্যান্য প্রতিযোগিতার থেকে আইপিএলের মান অনেক অনেক বেশি উন্নত। এখানে এতটাই কড়া প্রতিযোগিতা হয় যে গুরুত্বপূর্ণ অনেক বিদেশি ক্রিকেটারকেও বেঞ্চে বসে থাকতে হয়।

অশ্বিনকে মুরলীধরন আরও বলেন, আইপিএলে মাত্র 4 জন বিদেশি থাকতে পারেন প্রথম একাদশে। আর তাই অনেক বড় বড় বিদেশি ক্রিকেটারকেও বাইরে বসে থাকতে হয়। আমাকেও অনেক ম্যাচে বাইরে বসে থাকতে হয়েছে তবে তার জন্য আমার একটু খারাপ লাগেনি। কারণ আমি জানি আইপিএলের মান কতটা উন্নত আর এটা খেলারই একটা অঙ্গ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর