ভারতের বিরুদ্ধে ভুয়ো ভিডিও পোস্ট করলেন ইমরান খান, যোগ্য জবাব দিলো ইউপি পুলিশ

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ট্যুইট করে একটি ভিডিও শেয়ার করেন। ওই ভিডিওতে জনতাকে অমানবিক ভাবে পুলিশ মারছে দেখা যাচ্ছে। ভিডিও শেয়ার করে ইমরান খান ভারতের মুসলিমদের পরিস্থিতি কতটা খারাপ, সেটাই বোঝাতে চেয়েছিলেন।

উনি ভিডিও শেয়ার করে লেখেন, উত্তর প্রদেশের পুলিশ মুসলিমদের উপর অত্যাচার করছে। যদিও পরে তদন্ত করে জানা যায় যে, ওই ভিডিও ভারতের না। ওই ভিডিও ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের। আর সেখানকার পুলিশ বাংলাদেশীদের উপর অত্যাচার করছে। সত্যতা সামনে আসার পর ইমরান খান ওই ভিডিও ডিলিট করতে বাধ্য হন।

আপনাদের জানিয়ে রাখি, ওই ভিডিওতে বাংলাদেশি পুলিশের ভাষা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আরেকদিকে উত্তর প্রদেশের পুলিশ জানিয়ে দেয় যে, এই ভিডিও বাংলাদেশের রাজধানী ঢাকার। আর এই ঘটনা ২০১৩ এর মে মাসের। উত্তর প্রদেশের পুলিশ জানায় যে, ওই ভিডিওতে যে পুলিশ দেখা যাচ্ছে, সেটা বাংলাদেশের র‍্যাব বাহিনী।

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর