মালদ্বীপের সর্বোচ্চ সম্মান দেওয়া হল প্রধানমন্ত্রী মোদিকে

বাংলা হান্ট ডেস্ক: শনিবার মালদ্বীপে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি দুদিনের সফরে মালদ্বীপে যান। কিন্তু প্রথম দিনই তাকে দেওয়া হল মালদ্বীপের 95081 images 2 2সর্বোচ্চ সম্মান ‘Rule of Nishan Izzaudden’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময়ই বৈদেশিক সম্পর্কের ওপর জোর দিয়েছেন। তাই দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর সময় নষ্ট করেননি তিনি,বেরিয়ে পড়েন বিদেশ সফরে। মোদির প্রথম গন্তব্য ছিল দ্বীপরাষ্ট্র মালদ্বীপ।মালদ্বীপে পৌঁছলেই মোদিকে সম্মানিত করা হয় মালদ্বীপের শ্রেষ্ঠ সম্মানে।

এ সম্মান পাওয়ার পর মোদি জানিয়েছেন, এই সম্মান শুধু তাকে দেওয়া হয়নি। তিনি আরো বলেন এ সম্মান আসলে ভারত ও মালদ্বীপ এর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। ভারত মালদ্বীপ এর জন্য সব রকম সাহায্যের হাত বাড়িয়েছে তিনি বলেন এই সম্পর্ক চিরস্থায়ী হোক।


সম্পর্কিত খবর