দেশের ডিটেনশন সেন্টার ভারতীয় মুসলিমদের জন্য নয়, আশ্বাস দিলেন মোদী

বাংলা হান্ট ডেস্ক : যারা দেশের নাগরিক হিসেবে চিহ্নিত হবেন না তাঁদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরির সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তাই তো অসমের এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর সে রাজ্যে একটি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে, তার পর যখন নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন হয়েছে ঠিক তখন থেকেই সকল দেশবাসীর মধ্যে বিশেষ করে মুসলিমদের মধ্যে নিজভূমে পরবাসী হয়ে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এমনটাই ধারণা মনে মনে পোষণ হয়ে আসছে।

তবে এবার ভারতীয় মুসলিমদের জন্য আবারও অভয়বাণী দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রামলীলা ময়দান থেকে আরও একবার স্বমহিমায় নিজের বক্তব্য পেশ করে ভারতীয় মুসলিমদের জন্য আশ্বাস পানি দিলেন মোদী। সরাসরি জানালেন নাগরিকত্ব আইন কোনও ভারতীয় মুসলিমদের জন্য বানানো হয়নিfreepressjournal 2019 12 c3d387d2 e63f 4569 8278 90c68068225c Modi

যদিও এর আগে লোকসভা এবং রাজ্যসভায় বিল পাশ করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করেছিলেন, যদিও প্রধানমন্ত্রী এখানেই থেমে থাকেননি, নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন তিনি। পাশাপাশি রামলীলা ময়দান থেকেই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গর্জন করতে ছাড়েননি তিনি।

নাগরিকত্ব সংশোধনী আইন নাকি কংগ্রেসের আমলে তৈরি হয়েছিল কিন্তু তখন মুখ্যমন্ত্রীর ঘুমিয়েছিলেন? এমন প্রশ্নও তোলেন মোদী।অন্য দিকে এই নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে বলতে গিয়ে গুজবে কান না দেওয়ার কথা জানান তিনি, শহরে বসবাসকারী শিক্ষিত আরবান নকশাল মিথ্যা প্রচার চালাচ্ছে বলেও তিনি মন্তব্য করেছেন।

যদিও এখানেই থেমে থাকেননি ডিটেনশন ক্যাম্প নিয়ে বলতে গিয়ে তিনি জানান অনেক শিক্ষিত লোকজন এই ডিটেনশন ক্যাম্প সম্পর্কে ধারণা তৈরি করতে এখনও অবধি পারেননি, তাই এ দিন তিনি বলেন, দেশের মুসলিমদের কোনও ডিটেনশন সেন্টারে পাঠানো হবে না ভারতেও কোনও ডিটেনশন সেন্টার নেই। অর্থাত্ মোদীর কথায় এক কথায় বলতে গেলে এই ডিটেনশন ক্যাম্প নিয়েও নাকি মিথ্যা হচ্ছে।

সম্পর্কিত খবর