আজ বারাণসী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অংশ নেবেন দেব দীপাবলি উৎসবে

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আজ নিজের লোকসভা নির্বাচনী এলাকা বারাণসীর (Varanasi) সফরে যাবেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) প্রধানমন্ত্রীর সাথে আজ বারাণসীর সমস্ত কার্যক্রমে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় ন্যাশানাল হাইওয়ে-২ এর ইন্ডিয়া রাজা তালাব খণ্ডের লেন নং ৬ এর প্রসস্থিকরণ দেশের নামে সমর্পিত করবেন। এই প্রকল্প প্রয়াগরাজ তথা বারাণসীকে যুক্ত করবে আর স্বর্ণিম চতুর্ভুজ জজনা-১ (দিল্লী-কোলকাতা করিডোর) এর মুখ্য অংশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী কাশী বিশ্ববিনাথ মন্দির ধাম প্রকল্প স্থলের পরিদর্শন করবেন আর রাজঘাটে আয়োজিত ‘দেব দীপাবলি” উৎসবে অংশ নেবেন। তিনি সারনাথ পুরাতত্ত্ব পরিসরে পৌঁছে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে দেব দীপাবলি অনুপম ছটা দেখার জন্য এক ঘণ্টার বেশি গঙ্গা বিহার করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মির্জামুরাদের জনসভার পর হেলিকপ্টার করে রাজঘাট পৌঁছাবেন আর সেখান থেকে কাশী বিশ্বনাথ করিডোরের সফর করবেন নৌকার মাধ্যমে । করিডোরের পরিদর্শনের পর তিনি আবার নৌকা করে রাজঘাট যাবেন আর সেখান থেকে সন্ত রবিদাস ঘাট পর্যন্ত দেব দীপাবলির আলোর দৃশ্য দেখবেন।

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর