আজ ঘোষণা হতে পারে এমারজেন্সি! রাত আটটায় দেশকে সম্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার মামলা লাগাতার বেড়েই চলেছে। সোমবার গোটা ভারতে ৯৯ টি নতুন মামলা সামনে এসেছে। সোমবারের এই মামলা এখনো পর্যন্ত দেশে সর্বাধিক। এছাড়াও সোমবারে দুজনের মৃত্যুর সাথে সাথে গোটা দেশে মোট নয়জনের মৃত্যু হয়েছে।পরিস্থিতি মোকাবেলায় দেশের 30 টি রাজ্যে লোকডাউন করা হয়েছে। এরপরেও মানুষ কিছু কিছু জায়গায় এই নিয়ম লঙ্ঘন করে অবাধে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে।

   

গত ১৯ মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনতাকে এক দিনের জন্য জনতা কার্ফু পালন করার আবেদন জানিয়েছিলেন। এরপর ২২ মার্চ রবিবার গোটা দেশে জনতা কার্ফু পালিত হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিনের মতো আজও রাত আটটায় জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। আন্দাজ করা হচ্ছে যে, আজ তিনি করোনা মোকাবিলায় গোটা দেশে ইমারজেন্সি লাগু করতে পারেন।

স্বাস্থ্য মন্ত্রালয় অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে ৪৪৬ জন আক্রান্ত হয়েছেন। আর ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৩৭ জনের চিকিৎসা সফল হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর