র‍্যালিতে অসুস্থ হয়ে পড়ল কর্মী, ভাষণ থামিয়ে তড়িঘড়ি ডাক্তারের টিম পাঠালেন প্রধানমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ৬ এপ্রিল বাংলা এবং অসম দুই জায়গাতেই তৃতীয় দফার নির্বাচন হতে চলেছে। একদিকে বাংলায় যেমন  প্রথমবার ক্ষমতায় আসার জন্য উঠেপড়ে লেগেছে বিজেপি, তেমনই আরেকদিকে অসমে ক্ষমতা ধরে রাখার যারপরনাই চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। আর সেই ক্রমেই আজ অসমের তামুলপুড়ে একটি জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদীর এই জনসভায় ভিড় উপচে পড়েছিল। আর সেই ভিড়ের মধ্যে থাকা এক বিজেপি কর্মী আচমকাই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। মঞ্চ থেকে ভাষণ দেওয়া প্রধানমন্ত্রীর নজর ওই কর্মীর উপরে পড়ে এবং তিনি তৎক্ষণাৎ ভাষণ থামিয়ে নিজের ডাক্তারের টিমকে সেখানে যেতে বলেন।

মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘PMO-এর মেডিক্যাল টিম ওখানে যান, সেখানে এক কর্মীর জলের অভাবে কিছু সমস্যা হয়েছে হয়ত, শীঘ্রই ওনার সাহায্য করুন। আমার সঙ্গে যেই ডাক্তাররা এসেছেন, তাঁরা সাহায্য করুন। এখানে এক কর্মীর জলের অভাবে কিছু সমস্যা হয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর