‘দিদি কাকে সমর্থন করছেন কাদের বিরোধিতা করছেন মানুষ বুঝে গেছে’ হুঙ্কার মোদির

বাংলা হান্ট ডেস্ক : দিল্লির রামলীলা ময়দান থেকে এদিন হুঙ্কারের সুরে পশ্চিমবঙ্গের দিদিকে আক্রমণ শোনান মদি। নাগরিকপঞ্জি বিল নিয়ে যা এতদিন ঘটে চলেছে তাকে তিনি মোটেও সমর্থন করেন না। এবং তার পেছনে যে বিশেষ অঙ্গুলিহেলন আছে তা ক্ষোভের সুরে প্রকাশ করেন তিনি।

দিদি.. মমতা দিদি… সিদি কলকাতা থেকে ইউএনও সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে গেছেন? কিন্তু কিছু আগের বছরে সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের সাহায্যের কথা বলেছেন। এবং ঘুস্পেটি দের ভাগিয়ে দেবার কথাও বলেছেন। তিনি কাগজ ছুড়ে মেরেছেন সংসদে। এবং তিনি যে কথাটিযে যে সুরে উচ্চারণ করেন সেই সুরেই দিদিকে উল্লেখ করে বলেছেন আর তখনই জনতার মধ্যে উল্লাস যেন ফেটে পড়ার মত রামলীলা ময়দানে। “দিদি এখন আপনার কি হয়ে গেছে? আপনি কেন বদলে গেছেন? আপনি কি করে এভাবে কথা বলছেন? ভোট আসে যায়, সত্তা আসে যায় চলে আসে। কিন্তু আপনি এত ভয় পাচ্ছেন কেন!

বাংলার জনতার ওপর ভরসা করতে বলেছেন, বাংলার জনতার উপর থেকে কেন আপনার ভরসা কেন উঠে গেছে? আপনার হয়তো খেয়াল আছে কিছু বছর আগে কলকাতার বাইরে দেশের অন্যান্য ভাগে কিছু মানুষ কাজ করে ট্রাফিক রোড প্রভৃতির জন্য। কিছু সেনা তাদের রুটিন ডিউটি করেছিল তখন তিনি বলেছিলেন মোদী নাকি সেনা পাঠিয়ে দিয়েছে। এখানে বসে থাকা মানুষ আপনাকে বুঝতে পারছে। আপনি কাকে বিরোধ করছেন? আর কাকে সমর্থন করছেন? এটা ভারত খুব ভাল করেই আজ জেনে গেছে । এরপর তিনি বামপন্থীদের ছাড়েননি।

ভারতের জনতা যাদেরকে গ্রহণ করেননি যারা গোটা পৃথিবীতে প্রায় সমাপ্তির দিকে চলে গেছে তাদের মধ্যে প্রধানর নেতারা কথা বলছে। প্রকাশ কারাতের একটি বক্তব্যকে উল্লেখ করে বলেন তিনিও চেয়েছিলেন শরণার্থীদের জায়গা দিতে ধার্মিক অত্যাচারী দের জায়গা দেওয়ার কথা তিনি বলেওছিলেন। আজকে তিনি নাগরিকতা দিতে মানা করছেন। তাদের এদের আসল চেহারা দেশের লোকের সামনে চলে এসেছে। এদের শুধু বাহানা এবং রাজনীতি বলেও উল্লেখ করেন তিনি। তাদের মিথ্যা বলে উল্লেখ করেছেন শুধুমাত্র ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য যে তারা এরকম করেন তা তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

সম্পর্কিত খবর